facebook-new-role

ফেসবুকে নতুন নিয়ম- যেসব কারণে মুছে ফেলা হবে পোস্ট

চাইলেই আর ইচ্ছামত পোস্ট করা যাবে না ফেসবুকে। এই নতুন নিয়ম অনুযায়ী নিয়মের বিরুদ্ধে গেলে ঐ পোস্টের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ফেসবুক । তবে নতুন নিয়ম নিয়ে ব্যবহারকারীদের উদ্বিগ্ন হতে নিষেধ করেছে ফেসবুক। 

ফেসবুক প্রধান মার্ক জাকারবার্গ জানিয়েছেন ১ অক্টোবর ২০২০ থেকে কোন ইউজারের পোস্ট যদি ফেসবুক নিয়মের বহির্ভুত কোন পোস্ট করলে সে ক্ষেত্রে ফেসবুক থেকে সংশ্লিষ্ট পোস্টের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হতে পারে। তাছাড়া সেই পোস্ট ব্লক করা হতে পারে অথবা সেই পোস্ট মুছে ফেলঅ হতে পারে। গ্রাহকদের কাছে ফেসবুকের আকর্ষণ ধরে রাখার জন্য তাদের তরফ থেকে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। যোগ করা হয়েছে একাধিক ফিচার। এবার আপডেটও করল ফেসবুকের নিয়মাবলী ফেসবুক কর্তৃপক্ষ।

সম্প্রতি ডিজিটাল মিডিয়ার গুরুত্ব বৃদ্ধি পাওয়াতে মানুষ আরও বেশি করে ব্যবহার শুরু করেছেন এই মিডিয়া ব্যবহার। একই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ফেক সংবাদ ছড়ানোর বিষয়টিও। আর সেই কারণেই একাধিক অভিযোগ জমা পরেছিল ফেসবুকের নিকট। ধরে নেওয়া হচ্ছে সে কারণেই ফেসবুক পরিবর্তন করছে নিজেদের গাইডলাইন।

জানানো হয়েছে, ভুয়া সংবাদ ছড়ানো, অথবা সাম্প্রদায়িক সম্প্রীতিতে আঘাত হানে এই ধরনের পোস্ট ফেসবুকে করা হলে সরাসরি সেই সকল পোস্টের বিরুদ্ধে পদক্ষেপ নেবে ফেসবুক। এর ফলে রোধ করা যাবে এই ভুয়া সংবাদ ছড়িয়ে পরা। পাশাপাশি ফেসবুকের তরফে জানা গেছে কোন ইউজার অপর কোন প্রোফাইলে যদি বিরক্ত করার চেষ্টা করেন সে ক্ষেত্রেও পদক্ষেপ নেবে ফেসবুক কর্তৃপক্ষ । অর্থাৎ নিরাপত্তার ক্ষেত্রে এবার যথেষ্ট ভূমিকা রাখবে ফেসবুক।

About Juyel Ahmed Liton

সুপ্রিয় “প্রোবাংলা” কমিউনিটি, ছোটবেলা থেকেই প্রযুক্তির প্রতি আকর্ষণ ছিলো এবং হয়তো সেই আকর্ষণটা অন্য দশ জনের থেকে একটু বেশি। ওয়েবসাইট, টাইপিং, আর্টিকেল লেখাসহ টেকনোলজি সবই আমার প্রিয়। জীবনে টেকনোলজি আমাকে যতটা ইম্প্রেস করেছে ততোটা অন্যকিছু কখনো করতে পারেনি। আর এই প্রযুক্তির প্রতি আগ্রহ থেকেই লেখালেখির শুরু.....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *