রপ্তানি উন্নয়ন ব্যূরো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। । রেশম উন্নয়ন বোর্ডে ১৪ টি পদে মোট ৪৪ জনকে নিয়োগ দেবে।

রপ্তানি উন্নয়ন ব্যূরো নিয়োগ বিজ্ঞপ্তি | EPB Job Circular 2025

EPB Job Circular-2025: রপ্তানি উন্নয়ন ব্যূরো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রপ্তানি উন্নয়ন ব্যূরো ১৪ টি পদে মোট ৪৪ জনকে নিয়োগ দেবে। উক্ত পদগুলোতে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্ত বাংলাদেশের স্থায়ী বাসিন্দা পুরুষ-মহিলা উভয় প্রার্থীগণের নিকট হতে অনলাইন (http://epb.teletalk.com.bd) এর মাধ্যমে দরখাস্ত আহবান করা যাচ্ছে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারবেন। আবেদনের প্রক্রিয়াসহ সম্পূর্ণ বিজ্ঞপ্তি ও বিস্তারিত দেওয়া হলো।

রপ্তানি উন্নয়ন ব্যূরো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

প্রতিষ্ঠানের নামরপ্তানি উন্নয়ন ব্যূরো
জেলাসমূহবাংলাদেশের সকল জেলা
চাকরির ধরনসরকারি চাকরি
ক্যাটাগরি১৪টি
পদ সংখ্যা৪৪টি
বয়স সীমা১৮-৩০ বৎসর
শিক্ষাগত যোগ্যতাএসএসসি -মাস্টার্স
আবেদন শুরু২৩ এপ্রিল ২০২৫
আবেদনের মাধ্যমঅনলাইনে (টেলিটক)
আবেদন ফি৫৬/১১২ টাকা
আবেদন লিংকhttp://epb.teletalk.com.bd
আবেদনের শেষ তারিখ১৬ মে ২০২৫

রপ্তানি উন্নয়ন ব্যূরো নিয়োগ ২০২৫

  • আবেদন শুরু সময়: ২৩-০৪-২০২৫
  • আবেদনের শেষ সময়: ১৬-০৫-২০২৫
  • আবেদন লিংক: epb.teletalk.com.bd

চাকরির বিজ্ঞপ্তি

রপ্তানি উন্নয়ন ব্যূরো নিয়োগ ২০২৫
EPB Job Circular-2025

EPB Job Circular-2025

অনলাইনে আবেদন প্রক্রিয়া: পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http://epb.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র নির্ভুলভাবে পূরণ করে সাবমিট করবেন। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে ২টি পৃথক পৃথক SMS এ পরীক্ষার নির্ধারিত ফি Teletalk Pre-Paid Mobile এর মাধ্যমে নিম্নোক্ত পদ্ধতিতে জমা দিতে হবে।

বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

প্রবেশপত্র প্রাপ্তি: http://epb.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে যথাসময়ে জানানো হবে। অনলাইন আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।

রপ্তানি উন্নয়ন ব্যূরো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এর সকল আপডেট তথ্য জানতে আমাদের ফেসবুক পেজ এ নিয়মিত চোখ রাখুন।

About Juyel Ahmed Liton

সুপ্রিয় “প্রোবাংলা” কমিউনিটি, ছোটবেলা থেকেই প্রযুক্তির প্রতি আকর্ষণ ছিলো এবং হয়তো সেই আকর্ষণটা অন্য দশ জনের থেকে একটু বেশি। ওয়েবসাইট, টাইপিং, আর্টিকেল লেখাসহ টেকনোলজি সবই আমার প্রিয়। জীবনে টেকনোলজি আমাকে যতটা ইম্প্রেস করেছে ততোটা অন্যকিছু কখনো করতে পারেনি। আর এই প্রযুক্তির প্রতি আগ্রহ থেকেই লেখালেখির শুরু.....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Pro Bangla-প্রো বাংলা