Darul Qirat Admission

দারুল কিরাত ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ (ছাদিছ জামাতে ভর্তি বিজ্ঞপ্তি)

দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টে দারুল কিরাত ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশ হয়েছে। (Darul Qirat Admission) ছাদিছ জামাতে ভর্তি হতে ইচ্ছুক ছাত্র-ছাত্রীগণ আগামী ০৮ মার্চ, ২০২৩ সকাল ১০ টা হতে দারুল কিরাতের ওয়েবসাইট www.darulqiratfultali.com এর Online Admission লিংক এর মাধ্যমে নিয়মিত ও অনিয়মিত শিক্ষার্থীদের অনলাইন ভর্তি শুরু হবে। এ ভর্তি কার্যক্রম আাগামী ১৬ মার্চ, ২০২৩ পর্যন্ত চলমান থাকবে।

দারুল কিরাত ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩

আবেদন শুরুর তারিখ০৮ মার্চ ২০২৩
নিয়মিত ছাত্রদের জন্য৭০০/- টাকা
অনিয়মিত ছাত্রদের জন্য৬০০/- টাকা
ছাত্রীদের ভর্তি ফি৫০০/- টাকা
ভর্তির শেষ তারিখ১৬ মার্চ, ২০২৩
আবেদনের লিংকwww.darulqiratfultali.com

নিয়মিত ছাত্রদের ভর্তি ফি জনপ্রতি ৭০০/- টাকা। নিয়মিত প্রত্যেক ছাত্রকে ১ রামাদ্বান সকাল ১০টায় প্রধানকেন্দ্র অফিসে ভর্তি ফি জমা দিয়ে রসেদ সংগ্রহ করতে হবে। অনলাইন থেকে প্রাপ্ত নতুন পরিচয়পত্রের ১টি ফটোকপি, ১ কপি পাসপোর্ট সাইজ রঙ্গিন ছবি, রাবে ও খামিছ সার্টিফিকেটের ১টি করে ফটোকপি এবং জন্ম নিবন্ধন সনদ/জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিয়ে ভর্তি চুড়ান্ত করতে হবে।

আরো পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩

অনিয়মিত ছাত্রদের ভর্তি ফি জনপ্রতি ৬০০/- টাকা। অনিয়মিত ছাত্রদের নিম্নোক্ত তারিখে প্রধানকেন্দ্র অফিসে ভর্তি ফি জমা দিয়ে রসেদ সংগ্রহ করতে হবে। অনলাইন থেকে প্রাপ্ত নতুন পরিচয়পত্রের ১টি ফটোকপি, ১ কপি পাসপোর্ট সাইজ রঙ্গিন ছবি, রাবে ও খামিছ সার্টিফিকেটের ১টি করে ফটোকপি এবং জন্ম নিবন্ধন সনদ/জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিয়ে ভর্তি চুড়ান্ত করতে হবে। অনিয়মিত ছাত্রদের ভর্তি ফি ও কাগজপত্র জমাদানের তারিখ নিম্নরূপ:

অনিয়মিত ছাদিছ জামাতে ভর্তি ২০২৩

রোল ভর্তি ফি ও কাগজপত্র জমাদানের তারিখ ও সময়
১০০১-১৩০০৩ রামাদ্বান, ১৪৪৪ হিজরী, সকাল ১০.০০
১৩০১-১৬০০৪ রামাদ্বান, ১৪৪৪ হিজরী, সকাল ১০.০০
১৬০১-শেষ পর্যন্ত৫ রামাদ্বান, ১৪৪৪ হিজরী, সকাল ১০.০০

ছাত্রীদের ভর্তি ফি জনপ্রতি ৫০০ টাকা। ছাত্রীদের ভর্তি ১৭ মার্চ থেকে ২১ মার্চ ২০২৩ পর্যন্ত প্রধানকেন্দ্রে ফুলতলী ছাহেব বাড়ি অফিসে অথবা সোবহানীঘাট হাজী নওয়াব আী মার্কেটের ২য় তলা (আনজুমানে আল ইসলাহ’র সিলেট বিভাগীয় কার্যালয়ে অভিভাবক/প্রতিনিধির মাধ্যমে সকাল ১১টা থেকে বিকাল ৪টার মধ্যে জমা দিতে হবে।

ফি জমাদানের সময় অনলাইন থেকে প্রাপ্ত নুতন পরিচয়পত্রের ১টি ফটোকপি, এক কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি, রাবে খামিছ সার্টিফিকেটের ১টি করে ফটোকপি এবং জন্ম নিবন্ধন সনদ/জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিয়ে ভর্তি চুড়ান্ত করতে হবে। ভর্তির সময় কাগজপত্র জমার ক্ষেত্রে ছাত্রীদের অসাার প্রয়োজন নেই। ছাত্রীগণ অভিভাবকের মাধ্যমে ভর্তি হবেন।

দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩

দারুল কিরাত ভর্তি বিজ্ঞপ্তি
দারুল কিরাত ভর্তি বিজ্ঞপ্তি

আরো পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি বিজ্ঞপ্তি

দারুল কিরাত ভর্তি অনলাইন আবেদন 

দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট এর ছাদিছ জামাতে ভর্তি  হতে ইচ্ছুক প্রার্থীগণ www.darulqiratfultali.com এর Online Admission লিংক এর মাধ্যমে অনলাইনে আবেদন করে উল্লিখিত স্থানে ফি জমা দিয়ে আবেদন কার্যক্রম সম্পন্ন করতে হবে।

About Juyel Ahmed Liton

সুপ্রিয় “প্রোবাংলা” কমিউনিটি, ছোটবেলা থেকেই প্রযুক্তির প্রতি আকর্ষণ ছিলো এবং হয়তো সেই আকর্ষণটা অন্য দশ জনের থেকে একটু বেশি। ওয়েবসাইট, টাইপিং, আর্টিকেল লেখাসহ টেকনোলজি সবই আমার প্রিয়। জীবনে টেকনোলজি আমাকে যতটা ইম্প্রেস করেছে ততোটা অন্যকিছু কখনো করতে পারেনি। আর এই প্রযুক্তির প্রতি আগ্রহ থেকেই লেখালেখির শুরু.....

One comment

  1. মোঃ আমিনূল হক

    ছাদিছ জামাতের 24সালের ভর্তি কখন শুরু হবে? দয়া করে জানবেন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *