MCPSC Job Circular
মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে ১০ টি পদে মোট ৬৬ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । বিজ্ঞপ্তি অনুযায়ী পদগুলোতে যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারেন আপনিও। ডাকযোগে পদগুলোর জন্য আবেদন করা যাবে ২৫ অক্টোবর ২০২০ পর্যন্ত । সম্পূর্ণ বিজ্ঞপ্তি (cantonment job circular 2020 ) বিস্তারিত দেওয়া হল।
Cantonment job circular 2020
পদের নাম ও পদসংখ্যা:
প্রভাষক: কৃষি শিক্ষা-০১ জন এবং ইঞ্জিনিয়ারি ড্রইং-০১ জন।
সহকারী শিক্ষক: বাংলা-০৬ জন এবং ইংরেজি-০৭ জন।
বাংলা ভার্সন- গণিত- ০৩জন, বিজ্ঞান-০৪জন, সমাজ বিজ্ঞান-০১ জন, শারীরিক শিক্ষা-০১ এবং ইসলাম ও নৈতিক শিক্ষা-০২জন।
ইংরেজি ভার্সন- গণিত-০৩জন, বিজ্ঞান-০২জন, সমাজ বিজ্ঞান-০১জন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-০১জন, কৃষি শিক্ষা-০১জন এবং ইসলাম ও নৈতিক শিক্ষা-০১।
সহকারী শিক্ষক: প্রি-প্রাইমারী শাখা (বাংলা ও ইংরেজি ভার্সন)-০৪জন
হিসাব সহকারী-০১ জন
নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর –০১জন
ল্যাব সহকারী- বিজ্ঞান-০১ জন এবং আইসিটি-০১জন
ক্লাস এ্যাটেনডেন্ট: ০১ জন
লিফট ম্যান: ০১ জন
নার্সিং স্টাফ: ০৩ জন
কর্মচারী: এমএলএস (পিয়ন)-০৬জন, পরিচ্ছন্নতাকর্মী (পুরুষ)-০৭জন, পরিচ্ছন্নতাকর্মী (মহিলা)-০১, নিরাপত্তাকর্মী-০৪জন।
আবেদনের নিয়মাবলী: অধ্যক্ষ, মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, মিরপুর ক্যান্টনমেন্ট, ঢাকা-১২১৬ এর অনুকূলে ক্রমিক নং-১ এর জন্য ৮০০/-, ক্রমিক নং-২ এবং ৩ এর জন্য ৫০০/- টাকা, ক্রমিক নং-৪ থেকে ১০ এর জন্য ৩০০/- টাকার অফেরতযোগ্য পে-অর্ডার/ব্যাংক ড্রাফট (সোনালী ব্যাংক/ট্রাষ্ট ব্যাংক লিঃ এর যেকোন শাখা হতে) আবেদনপত্র, পূর্ণ জীবনবৃত্তান্ত (মোবাইল নাম্বার সহ), সজল সনদপত্রের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, সদ্যতোলা পাসপোর্ট সাইজের ০৩ কপি রঙিন ছবি ও খামের উপর পরেদ নাম উল্লেখপূর্বক আগামী ২৫/১০/২০২০ তারিখে ১৪:০০ ঘটিকার মধ্যে সরাসরি অথবা ডাকযোগে পৌছাতে হবে।
অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন: