mspsc job

মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি-MCPSC Job Circular 2020

MCPSC Job Circular

মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে ১০ টি পদে মোট ৬৬ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । বিজ্ঞপ্তি অনুযায়ী পদগুলোতে যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারেন আপনিও। ডাকযোগে পদগুলোর জন্য আবেদন করা যাবে ২৫ অক্টোবর ২০২০ পর্যন্ত । সম্পূর্ণ বিজ্ঞপ্তি (cantonment job circular 2020 ) বিস্তারিত দেওয়া হল।

Cantonment job circular 2020

পদের নাম ও পদসংখ্যা:

প্রভাষক: কৃষি শিক্ষা-০১ জন এবং ইঞ্জিনিয়ারি ড্রইং-০১ জন।
সহকারী শিক্ষক: বাংলা-০৬ জন এবং ইংরেজি-০৭ জন।
বাংলা ভার্সন- গণিত- ০৩জন, বিজ্ঞান-০৪জন, সমাজ বিজ্ঞান-০১ জন, শারীরিক শিক্ষা-০১ এবং ইসলাম ও নৈতিক শিক্ষা-০২জন।
ইংরেজি ভার্সন- গণিত-০৩জন, বিজ্ঞান-০২জন, সমাজ বিজ্ঞান-০১জন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-০১জন, কৃষি শিক্ষা-০১জন এবং ইসলাম ও নৈতিক শিক্ষা-০১।
সহকারী শিক্ষক: প্রি-প্রাইমারী শাখা (বাংলা ও ইংরেজি ভার্সন)-০৪জন
হিসাব সহকারী-০১ জন
নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর –০১জন
ল্যাব সহকারী- বিজ্ঞান-০১ জন এবং আইসিটি-০১জন
ক্লাস এ্যাটেনডেন্ট: ০১ জন
লিফট ম্যান: ০১ জন
নার্সিং স্টাফ: ০৩ জন
কর্মচারী: এমএলএস (পিয়ন)-০৬জন, পরিচ্ছন্নতাকর্মী (পুরুষ)-০৭জন, পরিচ্ছন্নতাকর্মী (মহিলা)-০১, নিরাপত্তাকর্মী-০৪জন।

আবেদনের নিয়মাবলী: অধ্যক্ষ, মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, মিরপুর ক্যান্টনমেন্ট, ঢাকা-১২১৬ এর অনুকূলে ক্রমিক নং-১ এর জন্য ৮০০/-, ক্রমিক নং-২ এবং ৩ এর জন্য ৫০০/- টাকা, ক্রমিক নং-৪ থেকে ১০ এর জন্য ৩০০/- টাকার অফেরতযোগ্য পে-অর্ডার/ব্যাংক ড্রাফট (সোনালী ব্যাংক/ট্রাষ্ট ব্যাংক লিঃ এর যেকোন শাখা হতে) আবেদনপত্র, পূর্ণ জীবনবৃত্তান্ত (মোবাইল নাম্বার সহ), সজল সনদপত্রের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, সদ্যতোলা পাসপোর্ট সাইজের ০৩ কপি রঙিন ছবি ও খামের উপর পরেদ নাম উল্লেখপূর্বক আগামী ২৫/১০/২০২০ তারিখে ১৪:০০ ঘটিকার মধ্যে সরাসরি অথবা ডাকযোগে পৌছাতে হবে।

অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন: 

Cantonment Job

About Juyel Ahmed Liton

সুপ্রিয় “প্রোবাংলা” কমিউনিটি, ছোটবেলা থেকেই প্রযুক্তির প্রতি আকর্ষণ ছিলো এবং হয়তো সেই আকর্ষণটা অন্য দশ জনের থেকে একটু বেশি। ওয়েবসাইট, টাইপিং, আর্টিকেল লেখাসহ টেকনোলজি সবই আমার প্রিয়। জীবনে টেকনোলজি আমাকে যতটা ইম্প্রেস করেছে ততোটা অন্যকিছু কখনো করতে পারেনি। আর এই প্রযুক্তির প্রতি আগ্রহ থেকেই লেখালেখির শুরু.....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *