বিআরটিএ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২-BRTA Job Circular : বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এ ৭ ক্যাটাগরিতে মোট ২২ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । বিজ্ঞপ্তি অনুযায়ী পদগুলোতে যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারেন আপনিও।
আবেদন করা যাবে ২০ মার্চ ২০২২ তারিখ থেকে শুরু হয়ে আগামী ২৬ এপ্রিল ২০২২ তারিখ পর্যন্ত। সম্পূর্ণ বিজ্ঞপ্তি ও (BRTA Job Circular) বিস্তারিত নিচে দেওয়া হল। সরকারি বেসরকারি সকল চাকরির খবর সবার আগে পড়তে আমাদের চাকরির খবর পেজে ভিজিট করুন।
প্রতিষ্ঠানের নাম | বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) |
চাকরির ধরন | সরকারি চাকরি |
ওয়েবসাইট | http://brta.gov.bd |
ক্যাটাগরি | ০৭টি |
পদের সংখ্যা | ২২ জন |
বসয়সীমা | ১৮-৩০ বছর |
শিক্ষাগত যোগ্যতা | অষ্টম শ্রেণি হতে স্নাতক |
আবেদন শুরুর তারিখ | ২০ মার্চ, ২০২২ |
আবেদনের শেষ তারিখ | ২৬ এপ্রিল, ২০২২ |
আবেদনের মাধ্যম | অনলাইন |
আবেদন লিংক | brta.teletalk.com.bd |
বিআরটিএ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ নিয়োগ ২০২২
পদের নামঃ উচ্চমান সহকারি / কম্পিউটার অপারেটর
পদ সংখ্যাঃ ০২ জন
বেতন স্কেলঃ ১১০০০-২৬৫৯০/- টাকা
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক ডিগ্রী
পদের নামঃ কম্পিউটার অপারেটর
পদ সংখ্যাঃ ০৩ জন
বেতন স্কেলঃ ১১০০০-২৬৫৯০/- টাকা
শিক্ষাগত যোগ্যতাঃ বিজ্ঞান বিভাগে স্নাতক/সমমানের ডিগ্রী
পদের নামঃ অডিটর
পদ সংখ্যাঃ ০১ জন
বেতন স্কেলঃ ১১০০০-২৬৫৯০/- টাকা
শিক্ষাগত যোগ্যতাঃ বাণিজ্য বিভাগে অন্যূন স্নাতক ডিগ্রী
পদের নামঃ মেকানিক্যাল এসিস্ট্যান্ট
পদ সংখ্যাঃ ০৭ জন
বেতন স্কেলঃ ১০২০০-২৪৬৮০/- টাকা
শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি (SSC) পাস
অন্যান্য যোগ্যতাঃ অটোমোবাইল/অটোমোটিভ ট্রেড এ কারিগরি বৃত্তিমূলক ২য় পর্ব উত্তীর্ণ
পদের নামঃ অফিস সহকারি ( কম্পিউটার অপারেটর )
পদ সংখ্যাঃ ০৩ জন
বেতন স্কেলঃ ৯৩০০-২২৪৯০/- টাকা
শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি (HSC) পাস
পদের নামঃ অফিস সহায়ক
পদ সংখ্যাঃ ০৫ জন
বেতন স্কেলঃ ৮২৫০-২০০১০/- টাকা
শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি পাস
পদের নামঃ নিরাপত্তা প্রহরি
পদ সংখ্যাঃ ০১ জন
বেতন স্কেলঃ ৮২৫০-২০০১০/- টাকা
শিক্ষাগত যোগ্যতাঃ জেএসসি/অষ্টম শ্রেণী পাস
বিআরটিএ নিয়োগ বিজ্ঞপ্তি এর গুরুত্বপূর্ণ শর্তাবলী
পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ http://brta.teletalk.com.bd অথবা www.brta.gov.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
আবেদনের সময়সীমা নিম্নরূপ Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় ২০ মার্চ, ২০২২ সকাল ১০:০০ঘটিকা।
Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ২৮ এপ্রিল, ২০২২ বিকাল ০৫:০০ ঘটিকা। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এ পরীক্ষার জমা দিতে পারবেন।
Online আবেদনপত্র প্রার্থী তার রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০xপ্রস্থ ৩০০) pixel ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০xপ্রস্থ ৮০) pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB।
Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদন Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।
SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি (Picture) এবং স্বাক্ষর (Signature) upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। ছবির সাইজ সর্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে।
আবেদনপত্র Submit করা সম্পন্ন প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s copy পাবেন। যদি Applicant’s copy তে কোন তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো /সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন।
তবে আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন, পরিমার্জন পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant’s copy তে তার সাম্প্রতিক তােলা রঙিনছবি, নির্ভুলতথ্য ও স্বাক্ষর সংযুক্ত থাকা ও এর সঠিকতার বিষয়টি PDF copy ডাউনলোড পূর্বক নিশ্চিত করে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন।
ক্রমিক ১-৫নং পর্যন্ত পদের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০/- (একশত টাকা মাত্র) ও সার্ভিস চার্জ বাবদ ১২/-(বার টাকা মাত্র) সর্বমোট ১১২/- (একশত বার টাকা মাত্র) এবং ক্রমিক ৬-৭নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০/- (পঞ্চাশ টাকা মাত্র) ও সার্ভিস চার্জ বাবদ ৬/-(ছয় টাকা মাত্র) সর্বমোট ৫৬/- (ছাপ্পান্ন টাকা মাত্র) অনধিক ৭২(বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন।
বিআরটিএ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ এর সকল আপডেট তথ্য পেতে আমাদের ফেসবুক পেজ এ লাইক দিন।