১ সেপ্টেম্বর থেকে সারাদেশে ব্রড ব্যান্ড ইন্টারনেটের দাম- “এক দেশ, এক রেট” করা হবে

আগামী পহেলা সেপ্টেম্বর হতে সারাদেশে ব্রড ব্যান্ড ইন্টারনেটের দাম “এক দেশ এক রেট” চালু হতে যাচ্ছে। একই মূল্যে ব্রডব্যান্ড ইন্টারনেট পাওয়া যাবে সারাদেশে ।

১২ আগস্ট ২০২১ বৃহস্পতিবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান শ্যামসুন্দর সিকদার সারাদেশের সকল আইএসপি এবং বেসরকারি এনটিটিএন ও আইআইজি ব্রডব্যান্ড ইন্টারনেটের জন্য উদ্বোধনী অনুষ্ঠানে এ সম্পর্কিত তথ্য জানান। এছাড়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার।

তাছাড়াও নির্ধারণ করে দেওয়া হয়েছে ব্রড ব্যান্ড ইন্টারনেটের দাম- সারাদেশে ৫ এমবিপিএস ৫০০ টাকা, ১০ এমবিপিএস ৮০০ টাকা এবং ২০ এমবিপিএস ইন্টারনেট ১২০০ টাকা। এ সকল সেবা নিশ্চিত করবে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো।

About Juyel Ahmed Liton

সুপ্রিয় “প্রোবাংলা” কমিউনিটি, ছোটবেলা থেকেই প্রযুক্তির প্রতি আকর্ষণ ছিলো এবং হয়তো সেই আকর্ষণটা অন্য দশ জনের থেকে একটু বেশি। ওয়েবসাইট, টাইপিং, আর্টিকেল লেখাসহ টেকনোলজি সবই আমার প্রিয়। জীবনে টেকনোলজি আমাকে যতটা ইম্প্রেস করেছে ততোটা অন্যকিছু কখনো করতে পারেনি। আর এই প্রযুক্তির প্রতি আগ্রহ থেকেই লেখালেখির শুরু.....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Pro Bangla-প্রো বাংলা