আজকের এই লেখাটি পড়ে জানতে পারবেন- বিটকয়েন কি, বিটকয়েন কি ও কেন, Bitcoin price, একটি বিটকয়েন এর দাম কত, বিটকয়েন মাইনিং, বিটকয়েন ক্যাশ, বিটকয়েন আয় 2023, বিটকয়েন কোন কোন দেশে বৈধ, কিভাবে বিটকয়েন কেনা যায়, বিটকয়েন কি লাভজনক, বিটকয়েন কি নিরাপদ, বিটকয়েন কি বাংলাদেশে বৈধ?
দিনদিন এই বিটকয়েন এর চাহিদা এবং জনপ্রিয়তা অধিকতর বেড়েই চলেছে। প্রিয় ভিজিটর, বিটকয়েন রেট না জানার ফলে অনেকেই ক্ষতিগ্রস্থ হচ্ছেন।
বিটকয়েন কি ও কেন?
বিটকয়েন হচ্ছে এক প্রকার ডিজিটাল মুদ্রার নাম। অনলাইনে বিভিন্ন জিনিসপত্র ক্রয় এবং স্টক এর মাধ্যমে ইনভেস্ট করার জন্য ব্যবহৃত মুদ্রাকে বলে বিটকয়েন।
আরো দেখুন: বিটকয়েন কি
কিভাবে বিটকয়েন কেনা যায়
ক্রিপ্টো কারেন্সি ক্রয় বিক্রয়ের ওয়েবসাইট এবং সফটওয়্যার গুলোতে আপনি P2P নামের একটা অপশন দেখতে পাবেন যেখান থেকে আপনি বিকাশের মাধ্যেমে ডলার কিনতে বা বিক্রয় করতে পারেন। ডলার কিনা হয়ে গেলে সেই ডলার দিয়ে আপরি খুব সহজে বিটকয়েন কেনা-বেচা করতে পারবেন।
বিটকয়েন কি বাংলাদেশে বৈধ?
বাংলাদেশে ক্রিপ্টো যেহেতু বৈধ না সে জন্য বিটকয়েনও বৈধ নয়, তাই আমরা ডলার ঐ ওয়েবসাইট এবং সফটওয়্যার গুলোতে ডিপোজিট বা উত্তোলন করতে পারবো না।
আশাকরি আপনারা বিটকয়েন কি, বিটকয়েন কিভাবে কেনা যায় সম্পর্কে জানতে পেরেছেন। বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি নিয়ে নতুন নতুন আপডেট আমাদের পোর্টালে নিয়মিত ভিজিট করুন।
আমি সৌদি আরব এবং দুবাই থেকে সোনা এনে বাংলাদেশে বিক্রি করে ব্যবসা করতে চাই, এই সোনার ব্যবসা লাভজনক ভাবে করা যায় দয়া করে জানাবেন।
এ বিষয়ে আপনাকে কোন তথ্য আমরা প্রদাণ করতে পারি না, কারণ আমরা শুধুমাত্র সৌদি আরবের সোনার দাম এবং বাংলাদেশের বর্তমান সোনার মুল্য প্রদান করে থাকি।