বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ – BGB Job Circular: বর্ডার গার্ড বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশ করা হয়েছে। Border Guard Bangladesh এর এই বিজ্ঞপ্তিতে পুরুষ ও মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। বিজিবি এর সিপাহী পদে নিয়োগ দেওয়া হবে। BGB Job Circular এর সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল।
বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
বর্ডার গার্ড বাংলাদেশ (Border Guard Bangladesh) সংক্ষেপে বিজিবি (BGB) নামে পরিচিত। বিজিবি ইতিপূর্বে বাংলাদেশ রাইফেলস অথবা বিডিআর নামে পরিচিত ছিল। এটি একটি অর্ধ সামরিক বাহিনী। বাংলাদেশের সীমান্ত প্রহরী হিসেবে এই বাহিনী দায়িত্বরত রয়েছে। উইকিপিডিয়া তথ্যমতে, প্রায় ৭০ হাজার সামরিক এবং বেসামরিক লোক এই বাহিনীতে কর্মরত রয়েছেন।
বর্ডার গার্ড বাংলাদেশ অথবা বিজিবি এ অসামরিক পদে সর্বমোট ৬টি পদে ৫০ জনের সাম্প্রাতিক একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। শূন্যপদসহ আরো বিস্তারিত তথ্য নিচে দেখে নিন।
বিজিবি নিয়োগ 2022
প্রতিষ্ঠানের নাম | বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) |
চাকরির ক্যাটাগরি | সরকারি চাকরি |
চাকরির ধরণ | ডিফেন্স চাকরি |
পদের নাম | সিপাহী (জিডি) |
পদ সংখ্যা | আনুমানিক ১৩৫০ জন |
শিক্ষাগত যোগ্যতাঃ | এইচএসসি পাশ |
বয়সসীমা | ১৮-২৩ বৎসর |
আবেদন ফি | ১৫০ টাকা |
আবেদন পদ্ধতি | এসএমএস এর মাধ্যমে |
আবেদনের শেষ তারিখ | ০৪ জুন, ২০২২ |
আরও পড়ুন-
- বাংলাদেশ পুলিশ চাকরি
- বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ
- বাংলাদেশ বিমান বাহিনীতে নিয়োগ
- বাংলাদেশ বিমান বাহিনীতে নিয়োগ
বিজিবি নিয়োগ ২০২২ সার্কুলার
বিজিবির নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিন।
বিজিবি সৈনিক পদে সার্কুলার ২০২২
বর্তমানে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এর সৈনিক পদের কোন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে নাই কর্তৃপক্ষ। বাংলাদেশ বর্ডার গার্ড কর্তৃপক্ষ নিয়োগের সার্কুলার প্রকাশ করার সাথে সাথে আমরা এখানে প্রকাশ করবো।
বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ পিডিএফ ডাউনলোড (৯৯তম ব্যাচ)
বিজিবিতে কর্মী সংখ্যা আরো সম্প্রসারণের লক্ষ্যে সাম্প্রতিক একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। খবর অনুযায়ী, ৯৯তম ব্যাচে সিপাহী (জিডি) পদে অনির্ধারিত সংখ্যক জনবল নিয়োগ দেওয়া হবে। এসএমএস এর মাধ্যমে আবেদন করতে পারবেন পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীগণ।
পুরুষ প্রার্থীদের জন্য- (যোগ্যতা)
• উচ্চতা- ১.৬৭৬ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি),
• ওজন- ৪৯.৮৯৫ কেজি (১১০ পাউন্ড)
• বুক- স্বাভাবিক – (৩২ ইঞ্চি) এবং প্রসারণ – (৩৪ ইঞ্চি)
মহিলা প্রার্থীদের জন্য- (যোগ্যতা)
• উচ্চতা- ১.৫৭৪ মিটার (৫ ফুট ২ ইঞ্চি),
• ওজন- ৪৭.১৭৩ কিলোগ্রাম (১০৪ পাউন্ড)
• বুক- স্বাভাবিক- (২৮ ইঞ্চি) এবং প্রসারণ – (৩০ ইঞ্চি)
উপজাতীয় প্রার্থীদের জন্য (যোগ্যতা)
• পুরুষ: উচ্চতা- ১.৬৭৬ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি) এবং মহিলা: উচ্চতা-১.৫২৪মিটার (৫ ফুট ০ ইঞ্চি)
• পুরুষ: ওজন- ৪৭.১৭৩ কিলোগ্রাম (১০৪ পাউন্ড) মহিলা: ওজন- ৪৩.১৭৩ কেজি (৯৬ পাউন্ড)
শিক্ষাগত যোগ্যতা:
• এসএসসি/সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৩.০০ এবং এইচএসসি/সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ ২.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে (পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ের জন্য প্রযোজ্য)
বর্ডার গার্ড বাংলাদেশ নিয়োগ SMS এর মাধ্যমে রেজিস্ট্রেশন নিয়ম
১ম এসএমএস
BGB <space>HSC Pass Year<space>HSC BOARD 1ST 3 LETTER<space>HSC ROLL<space>SSC PASS YEAR<space>SSC BOARD 1ST 3 LETTER<space>SSC ROLL<space>HOME DISTRICT CODE<space>UPAZILLA NAME তারপর Send করুন 16222 নম্বরে।
উদাহরণ: BGB 2020 SYL 123456 2018 SYL 654321 52 KULAURA – SEND TO 16222
২য় এসএমএস
BGB<space>YES<SPACE>PIN NUMBER<SPACE>CONTACT MOBILE NUMBER (any mobile operator) তারপর Send করুন 16222 নম্বরে।
উদাহরণ: BGB YES 78945612 01XXXXXXXXX – SEND TO 16222
ভর্তির সময় অবশ্যই যা সংগে আনতে হবে:
- এসএসসি এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় পাসের মূল/প্রভিশনাল সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে)।
- সংশ্লিষ্ট স্কুল/কলেজের প্রধান শিক্ষক/অধ্যক্ষ কর্তৃক এইচএসসি/সমমান এবং এসএসসি সমমান পাসের প্রশংসাপত্র ঠিকানা ও জন্ম তারিখ উল্লেখ থাকবে।
- অভিভাবকের অনুমতি পত্র যা সংশ্লিষট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত।
- ইউনিয়ন পরিষদ/পৌরসভা চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার (যা প্রযোজ্য) এর নিকট হতে বাংলাদেশী স্থায়ী নাগরিকত্বের সনদপত্র।
- চারিত্রিক সনদপত্র।
- সদ্য তোলা নীল ব্যাকগ্রাউন্ড সম্বলিত ল্যাবে প্রিন্টকৃত ১১ (এগার) কপি পাসপোর্ট সাইজের ছবি (০১ কপি ছবি ইউপি চেয়ারম্যান বা ওয়ার্ড কমিশনার দ্বারা সত্যায়িত এবং ১০ কপি সত্যায়িত ছাড়া)।
- ইউনিয়ন পরিষদ/পৌরসভা চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার (যা প্রযোজ্য) এর নিকট হতে অবিবাহিত সনদপত্র।
- জাতীয় পরিচয়পত্রের মূলকপিসহ সত্যায়িত ছায়াকপি।
- http://www.bgb.gov.bd লিংকে প্রবেশ করে ডাউনলোড অপশনে গিয়ে বিজিবিতে ভর্তিচ্ছুক প্রার্থীদের তথ্যাদির ফরমে ক্লিক করে ফরমটি ডাউনলোড পূর্বক উক্ত ফরমে উল্লেখিত তথ্যাদি সঠিক ভাবে পূরণ করত: ভর্তির সময় সংগে আনতে হবে।
বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ সম্পর্কিত সকল আপডেট তথ্য জানতে আমাদের ফেসবুক পেজ-এ লাইক দিন