Smart wallat
Smart wallat

চমৎকার তিনটি গ্যাজেট

প্রযুক্তির উন্নতি আমাদেরকে প্রতিনিয়ত অবাক করে দিচ্ছে। মানবদেহের সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়গুলো প্রযুক্তি দ্বারা নির্ণয় করা সম্ভব হচ্ছে। এক সময় ছিল প্রযুক্তি গুলো ব্যবহার করত ধনী লোকেরা। কিন্তু যুগ পরিবর্তনের সাথে সাথে প্রযুক্তিও ধীরে ধীরে সাধারণ মানুষের হাতের নাগালের মধ্যে এসে যাচ্ছে।

এমন সব প্রযুক্তি মানুষের হস্তগত হচ্ছে যা আগে কেউ কল্পনাও করতে পারেনি। এই প্রযুক্তি গুলো দামেও সস্তা। এমনই তিনটি চমৎকার গ্যাজেট নিয়ে আপনাদের সামনে এসেছি। এগুলো জানতে probangla-র সাথেই থাকুন।

১. Pocket talk

আমাদের ভেতর অনেক মানুষ আছে যারা ঘুরতে পছন্দ করেন। অনেকে আছেন বিদেশেও ভ্রমণ করেন। টাকা-পয়সা থাকলেই যে বিদেশ ভ্রমণ সহজ হয় এমন কিন্তু নয়। বিদেশে ভ্রমণের ক্ষেত্রে ভাষা একটি বড় সমস্যা হয়ে দাঁড়ায়। ভাষা না জানার দরুন অনেক সমস্যা সম্মুখীন হতে হয়। আমাদের অনেকেই আছেন যারা ইংরেজি ভালো বোঝেন এবং বলতে পারেন।

কিন্তু যে দেশে ভ্রমণ করতে যাবেন, যদি সেখানকার মানুষ ইংরেজি অতটা ভালো বোঝে না। এছাড়া আপনি যদি ইংরেজি না জেনে থাকেন তাহলে তো আরো বড় সমস্যা। এই সমস্যা থেকে পরিত্রাণের জন্য অবশ্য গুগল আছে। কিন্তু সেটা ইন্টারনেট ব্যতীত অকেজো।

Pocket talk
Pocket talk

এই সমস্যা সমাধানের জন্য বাজারে এসেছে pocket talk এটাতে আপনি যা বলবেন সেটা আপনার নির্ধারণ করা ভাষায় অনুবাদ করে দেবে। ভ্রমণ করতে গেলে অতি প্রয়োজনীয় যে সকল কথা, তা খুব সহজে অনুবাদ করতে পারবেন। এমনকি এটা চীনা ভাষাতেও অনুবাদ করতে পারে। এর মধ্যে আছে বিশ্বের প্রধান প্রধান সব ভাষা। আশা করা যায় এই ডিভাইস ব্যবহার করার মাধ্যমে আপনার ভ্রমণ সুন্দর হবে।

২. Oura ring

আমরা অনেকেই আছি যারা স্বাস্থ্য নিয়ে খুবই সচেতন। নিজের ফিটনেস ঠিক রাখার জন্য সারাদিন বিভিন্ন কসরত করে থাকি। ব্যায়াম বা জগিং করলেই তো হয় না সেগুলো সঠিক রূপে হচ্ছে কি না তা যাচাই করা প্রয়োজন। আমাদের হার্টবিট, তাপমাত্রা, রক্তে অক্সিজেনের পরিমাণ এগুলো মাপতে গেলে অন্যান্য প্রযুক্তির সাহায্য নিতে হয়। এছাড়া কত ক্যালরি শক্তি খরচ হয়েছে তা জানাটাও সাধারণত দুষ্কর।

কিন্তু এখন যদি আপনার কাছে এমন একটি প্রযুক্তি থাকে যেটা ব্যবহারে প্রতি মুহূর্তে জানতে পারবেন আপনার শরীরের অবস্থা, তাহলে কেমন হয়?

Oura ring
Oura ring

আপনার কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে এই স্মার্ট আংটি Oura Ring এটা আপনি হাতের আঙুলে পরিধান করবেন। এটা এত স্টাইলিশ যে, কেউ বুঝতেই পারবে না যে এটা একটি যন্ত্র। এটার মাঝে কয়েকটি শক্তিশালী সেন্সর আছে। যা আপনার শরীরের তাপমাত্রা, হার্টবিট, ব্লাডে অক্সিজেনের পরিমাণ, খরচকৃত ক্যালরির হিসাব রাখবে। এমনকি আপনি কত কদম হেঁটেছেন সেটাও গুনে রাখবে। যা আপনি আপনার স্মার্টফোনে প্রতিমুহূর্তে চেক করতে পারবেন।

এর আরেকটি বিশেষত্ব হচ্ছে, এটা এক চার্জে চার থেকে পাঁচ দিন চলতে পারে। এটা আপনি ২৪ ঘন্টা পরিধান করতে পারবেন। আপনার আঙ্গুলের কোনো ক্ষতি হবে না। এটা সম্পূর্ণ পানি নিরোধক এবং অনেক মজবুত।

আরো পড়ুন: জীবনকে সহজ করে দেয় এমন ৩টি গেজেট

৩. Smart wallat

ওয়েলেট বা মানিব্যাগ আমাদের খুবই প্রয়োজনীয় একটি জিনিস। এর মাঝে আমরা শুধু টাকা পয়সা নয় আরো অনেক জরুরী জিনিসপত্র রাখি। যেমন ক্রেডিট কার্ড, এটিএম কার্ড, সিম কার্ড, ড্রাইভিং লাইসেন্স, অফিসের স্মার্ট আইডি কার্ড ইত্যাদি। কিন্তু অনেক সময় দেখা যায় আমরা মানিব্যাগ কোথাও রেখে চলে আসি। কিংবা ভিড়ের মধ্যে পকেটে রাখতে গিয়ে নিচে ফেলে দেই। অথবা দেখা যায় বাসের মধ্যে পকেটমার মানিব্যাগ চুরি করে নিয়ে যায়।

মানিব্যাগ হারিয়ে গেলে যন্ত্রণার আর সীমা থাকে না। দেখা যায় টাকা পয়সার চেয়ে জরুরী কার্ডগুলো অনেক দামি। এই হারিয়ে যাওয়ার সমস্যা থেকে পরিত্রাণের জন্য বাজারে এসেছে এই Smart wallat এটা দেখতে সাধারণ মানিব্যাগের মতো মনে হলেও এর মধ্যে আছে গোপনীয় অনেকগুলো ফিচার। এর মধ্যে আছে জিপিএস। এর ফলে আপনি আপনার মোবাইলে এর অবস্থান নির্ণয় করতে পারবেন।

Smart wallat
Smart wallat

এটার মাঝে একটি ছোট ক্যামেরাও আছে। যা চোরের ছবি তুলতে সক্ষম এবং সেই ছবি আপনার ইমেইলে পাঠিয়ে দেবে। আরো মজার ব্যাপার হচ্ছে এদের মাঝে একটি শক্তিশালী ছোট্ট পাওয়ার ব্যাংক আছে। যা নরমাল ফোনকে ৫০% পর্যন্ত চার্জ করতে পারে। এটা শুধু নামেই নয় কাজেও স্মার্ট।

About Juyel Ahmed Liton

সুপ্রিয় “প্রোবাংলা” কমিউনিটি, ছোটবেলা থেকেই প্রযুক্তির প্রতি আকর্ষণ ছিলো এবং হয়তো সেই আকর্ষণটা অন্য দশ জনের থেকে একটু বেশি। ওয়েবসাইট, টাইপিং, আর্টিকেল লেখাসহ টেকনোলজি সবই আমার প্রিয়। জীবনে টেকনোলজি আমাকে যতটা ইম্প্রেস করেছে ততোটা অন্যকিছু কখনো করতে পারেনি। আর এই প্রযুক্তির প্রতি আগ্রহ থেকেই লেখালেখির শুরু.....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *