আজকের বাজার দর – ২২ মে ২০২৩

আজকের বাজার দর নিয়েই আমাদের আলোচনা। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আজকাল সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। বাজারের প্রতিটি জিনিস যেন আগন হাত দিলে পুড়ে যাবে এমন অবস্থা তৈরি হয়েছে। নিত্য প্রয়োজনীয় দব্যের মূল্য বেড়েই চলেছে। পিয়াজের দাম, তেলের দাম, মাছ, মাংস, শাক-সবজি যাই বলেন সব কিছুই আজ অভাবনীয় দাম বেড়ে গেছে।

পিয়াজের দাম

আজকের বাজার দর বা পিয়াজের দাম শুনলে মাথা গুরে যায় এমন অবস্থা। বর্তমান সময়ে পিয়াজ হচ্ছে সোনার হরিণ যে ধরতে পারে সেইতো রাজা। পিয়াজের ঝাঝের তরে আজকাল মানুষ বলছে পিয়াজ ছাড়াও রান্না হয়। এমনো অনেক আছে যে কিনা পিয়াজ ছাড়া রান্না করে খাচ্ছে।

সয়াবিন তেলের দাম

সয়াবিন তেলের আজকের বাজার দর বা তেলের দাম হটাৎ করেই এতো বেড়ে গেলো যেটা কেউ কখনো কল্পনাও করেনি। সয়াবিন তেল বাজার দর এখন আলাদিনের চেরাগ। যার কাছে আছে সে তো অনেক বড় পর্যায়ের মানুষ। যদি দেশে এখনো তেমন সংকট নেই তেলের কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী ইচ্ছে করে সয়াবিন তেল স্টোক করে রেখে সয়াবিনের দাম বাড়িয়ে দিয়েছে।

ইন্ডিয়ায় তেলের দাম বা বাজার দর কত

ইন্ডিয়ায় তেলের দাম বা বাজার দর অনেক আগে থেকেই আমাদের বাংলাদেশের তুলনায় অনেক বেশি ছিলো। ইন্ডিয়ায় তেলের জন্য অনেক আন্দোলন সংগ্রামও হয়েছে। কিন্তু এই আন্দোলনে তেমন কোন ফল পাওয়া যায় নি। কারণ আন্তর্জাতিক ভাবেই পুরো বিশ্ব একটা খারাপ সময় পার করছে।

আরো পড়ুনঃ সিলিন্ডার গ্যাসের দাম – এলপিজি গ্যাসের দাম

টিসিবি বাজার দর তালিকা

বাজার দর আপডেট: ২২ মে, ২০২৩

চালের আজকের বাজার দর

পণ্যের নামপ্রতি কেজি মূল্য (টাকা)
চাল-সরু (নাজির/মিনিকেট)60-75
চাল-মাঝারী (পাইজাম/লতা)50-55
চাল মোটা (স্বর্ণা/চায়না/ইরি)46-50

আটা/ময়দার প্রতিদিনের বাজার মূল্য

পণ্যের নামপ্রতি কেজি মূল্য (টাকা)
আদা সাদা (খোলা)55-60
আটা (প্যাকেট) 62-65
ময়দা (খোলা) 58-62
ময়দা (প্যাকেট) 72-75

ভোজ্য তেলের প্রতিদিনের বাজার দর

পণ্যের নামমূল্য (টাকা)
সয়াবিন তেল (লুজ) প্রতি লিটার 175 -185
সয়াবিন তেল (বোতল) ১ লিটার 190-195
সয়াবিন তেল (বোতল) ২ লিটার 380-398
সয়াবিন তেল (বোতল) ৫ লিটার 920-960
পাম অয়েল (লুজ) প্রতি লিটার 130-135
পাম অয়েল সুপার – প্রতি লিটার 0-0

ডালের আজকের বাজার দর

পণ্যের নামপ্রতি কেজি মূল্য (টাকা)
ডাল-বড় দানা (তুরস্ক/কানাডা)90-100
ডাল-মাঝারী দানা (তুরস্ক/কানাডা)110-115
ডাল (দেশী) 125-135
ডাল (নেপালী) 135-260
মুগ ডাল (মানভেদে) 110-135
এ্যাংকর ডাল 68-72
ছোলা (মানভেদে) 80-85

মসলার বাজার দর আজকের

পণ্যের নামপ্রতি কেজি মূল্য (টাকা)
পেঁয়াজ (দেশী) 70-80
পেঁয়াজ (আমদানী) 75-80
রসুন (দেশী) 130-160
রসুন (আমদানী) মানভেদে 140-160
শুকনা মরিচ (দেশী) 370-420
শুকনা মরিচ (আমদানী) 420-480
আদা (দেশি) 320-340
হলুদ (দেশি) 220-280
আদা (আমদানী) 250-340
হলুদ (আমদানী) 200-230
জিরা 800-860
দারুচিনি 400-520
লবঙ্গ1500-1600
এলাচ 1600-2800
ধনে 200-250
তেজপাতা 150-180

মাছ ও গোশতের প্রতিদিনের বাজার দর

পণ্যের নামপ্রতি কেজি মূল্য (টাকা)
রুই 300-550
ইলিশ 650-1600
গরু 750-780
খাসী 1000-1100
মুরগী (ব্রয়লার) 190-210
মুরগী (দেশী) 550-750

গুড়া দুধের আজকের বাজার দর (প্যাকেট জাত)

পণ্যের নামপ্রতি কেজি মূল্য (টাকা)
ডানো 800-850
ডিপ্লোমা (নিউজিল্যান্ড) 800-850
ফ্রেশ 780-840
মার্কস790-830

বিবিধ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য

পণ্যের নামপ্রতি কেজি মূল্য (টাকা)
চিনি 120-140
খেজুর (সাধারণ মান) 150-700
লবণ (প্যাঃ আয়োডিনযুক্ত) 38-42
ডিম (ফার্ম) 45-50
লেখার কাগজ (সাদা) প্রতি দিস্তা 25-40
এস.এস রড (৬০গ্রেড) প্রতি মে:টন0-98500
এস.এস রড (৪০গ্রেড) প্রতি মে:টন095000

সবজির প্রতিদিনের বাজার দর

পণ্যের নামপ্রতি কেজি মূল্য (টাকা)
লম্বা বেগুন50-70
শসা 50-80
আলু 35-42
কাঁচা মরিচ 80-160

মিরপুর-০১ কাঁচাবাজার, নিউমার্কেট, আজমপুর বাজার, উত্তরা, মোহাম্মদপুর টাউনহল বাজার থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে।

নিত্য প্রয়োজনীয় দ্রব্যের আজকের বাজার দর

আজকের বাজার দর নিয়ে আলোচনার আগে আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি গুলো একটা লিষ্ট বিস্তারিত আলোচনা সহ নিচে দেওয়া হলো। আটা বলেন আর ময়দা বলেন দুটিই আমাদের অতি প্রয়োজনীয় খাদ্য দ্রব্য। যা আমাদের দেশ সহ বিশ্বের প্রায় সব দেশে ব্যবহার করা হয়।

আলু হচ্ছে আমাদের কমন একটি সবজি, যা আমারা প্রায় সব তরকারিতে ব্যাবহার করতে পারি এই আলোর আজকের বাজার দর আকাশ ছোঁয়া।

আজকের বাজার দর
আজকের বাজার দর

আরও দেখুনঃ আজকের টাকার রেট (বিভিন্ন দেশের)

চিনি আজকের বাজার মূল্য

চিনি দেশে অতি প্রয়োজনীয় একটি দ্রব্য বিশেষ করে বাংলাদেশের সিলেট অঞ্চলে প্রচুর পরিমাণে চা পান করে। তাছাড়া আমাদের অনেক খাবার তৈরি করতে চিনি প্রয়োজন। চিনির আজকে বাজারমূল্য মানুষের নাগালের বাইরে চলে গেছে।

বাসমতি চালের আজকের বাজার দর

বাসমতি চালের আজকের বাজার দর অনেক বেড়েছে। পাকিস্তানে এই চাল অনেক জনপ্রিয় আর চাহিদা সম্পুর্ন একটি চাল। বাসমতি চালের বাজার দর আরো বাড়বে বলে অনেকেই মত প্রকাশ করেছেন।

ছোলা বা চানার বাজার দর

ছোলা বা চানা আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটি দ্রব্য। যদিও রমজান মাসে চাহিদা একটু বেশি থাকে, তবে ছোলা বা চানা প্রায় সারা বছরই মানুষ ব্যবহার করে থাকে। তাছাড়া মানুষের জন্য অনেক উপকারী একটি খাবার হলো ছোলা বা চানা। তাই ছোলা বা চানার বাজার দর নিয়ে আমরা আলোচনা করতে পারি। বাজার দর আগের থেকে বর্তমানে একটু কম। তবে রমজান মাসে সাধারণত বাজার দর একটু বেড়ে যায়।

বয়লার মুরগির বাজার দর

বয়লার মুরগির বাজার দর নিয়ে কথা বললে অনেক কথা বলতে হয়। আমাদের দেশে খুব বেশি এটি ব্যবহৃত হয়ে থাকে। বয়লার মুরগির বাজার দর বেশির ভাগ সময়ই স্থির থাকেনা। বাজার দর উঠা-নামা করে থাকে। বয়লার মুরগী আমাদের প্রায় সকলের ঘরে আহার করা হয়। যদি বয়লার মুরগী নিয়ে অনেক কথা তার পরেও মাংসের কথা চিন্তা করলে সবার আগে বয়লার মুরগী। তাছাড়া বয়লার মুরগির ব্যবসায় রয়েছে প্রচুর মুনাফা।

ইতিকথা

পরিশেষে বলা যায় যে আজকের বাজার দর বা আজকের বাজার মূল্য পিয়াজ, রসুন, সরিষার তেল,সয়াবিন তেল,আলু, পটল,তরকারি, গরুর মাংস, বয়লার মুরগী, ছোলা, চানা,ফুল কপি, এসব কিছুর বাজার দর প্রতিনিয়ত উঠানামা করে।

তাই আমারা নির্ধারিত কোনো বাজার দর বলতে পারিনা। টিসিবি অনুযায়ী আজকের বাজার দর ছক থেকে আপনি প্রতিদিনের আপডেট পেয়ে যাবেন তাই আমাদের সাথেই থাকুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top