অনলাইনে বাহরাইন ভিসা চেক করার নিয়ম

বাহরাইনের ভিসা সংগ্রহ করে তা অনলাইনে চেক করতে চাচ্ছেন? তাহলে জেনে নিন, অনলাইনে বাহরাইন ভিসা চেক করার নিয়ম, কি কি প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে সে সম্পর্কে।

বর্তমানে বাংলাদেশের জন্য বাহরাইন ভিসা চালু থাকলেও দালালরা তাদের সুবিধামতো ভিসা প্রদান করে। যা আপনার কাঙ্খিত ভিসা নাও হতে পারে। বিদেশ গমনের পূর্বে ভিসা যাচাই করে গেলে দালাল বা অসাধু এজেন্সির প্রতারণা এড়ানো সম্ভব।

বাহরাইনের ভিসা চেক করার জন্য https://www.lmra.gov.bh/en/ এই সাইটে ভিজিট করে Register Worker Eligibility অপশনে ক্লিক করে প্রয়োজনীয় একটি ডকুমেন্ট এর তথ্য দিয়ে ক্যাপচা কোড পূরন করে সার্চ করলেই ভিসার স্ট্যাটাস দেখতে পাবেন। অনলাইনে বাহরাইন ভিসা চেক করার নিয়ম সম্পর্কে বিস্তারিত প্রক্রিয়াটি নিয়েই আজকের আলোচনা।

অনলাইনে বাহরাইন ভিসা চেক করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে

এখন ঘরে বসে খুব সহজেই অনলাইনে যেকোনো ভিসা চেক করা যায়। বিভিন্ন ধরনের ভিসার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ডকুমেন্টস প্রয়োজন হয়। অনলাইনে বাহরাইন ভিসা চেক করার জন্য প্রয়োজন হবে-

  • আবেদনকারীর Identity Card No
  • কাজের ভিসার ক্ষেত্রে আবেদনকারীর ওয়ার্ক পারমিট নাম্বার (Work Permit Number)
  • ভ্রমণের ভিসার ক্ষেত্রে পাসপোর্ট নাম্বার (Passport Number)
  • আবেদনকারীর এপ্লিকেশন আইডি (Application ID)
  • আবেদনের সময় প্রাপ্ত ভিসা নম্বর (Visa Number)

অনলাইনে বাহরাইন ভিসা চেক করার নিয়ম

অনলাইনে বাহরাইন ভিসা চেক করার নিয়ম বিস্তারিতভাবে ধাপে ধাপে নিচে আলোচনা করা হলো –

ধাপ ১ঃ বাহরাইন ভিসা চেক ওয়েবসাইটে প্রবেশ

অনলাইনে বাহরাইন ভিসা চেক করার জন্য প্রথমেই, আপনার মোবাইল বা কম্পিউটার থেকে https://www.lmra.gov.bh/en/ এই লিংকে ভিজিট করুন।

ধাপ ২ঃ Registered Worker Eligibility সিলেক্ট

ওয়েবসাইটে প্রবেশ করার পর এমন একটি পেইজ স্ক্রিনে চলে আসবে।

বাহরাইন ভিসা চেক
বাহরাইন ভিসা চেক

উপরের প্যানেলে কয়েক ধরনের অপশন দেখা যাবে। সেখান থেকে Service লেখা অপশনটি তে ক্লিক করলে নিচে অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখানে ভিসা চেক করার জন্য Registered Worker Eligibility অপশনটি সিলেক্ট করে পরবর্তী ধাপে যান।

ধাপ ৩ঃ প্রয়োজনীয় তথ্য দিয়ে ভিসা চেক

এই ধাপে আপনি ৪টি ভিন্ন ভিন্ন ভিসা চেক করার অপশন পাবেন। আপনি ৪ ধরনের ডকুমেন্টস দিয়ে বাহরাইন ভিসা চেক করতে পারবেন।

Identity Card: আপনার জাতীয় পরিচয়পত্র বা Identity Card এর Personal Number দিয়ে ভিসা চেক করতে পারবেন।

অনলাইনে বাহরাইন ভিসা চেক

এখানে Identity Card অপশনটি সিলেক্ট করে আপনার কার্ড নাম্বারটি Personal Number লেখা খালিঘরে টাইপ করে I’m not a robot ক্যাপচা পূরণ করে Search এ ক্লিক করতে হবে।

Work Permit: অনলাইনে বাহরাইন ভিসা চেক করার নিয়ম অনুযায়ী কাজের ভিসার ক্ষেত্রে আপনার ওয়ার্ক পারমিট নাম্বার দিয়ে আপনি অনলাইনে বাহরাইন ভিসা চেক করতে পারবেন।

বাহরাইনের ভিসা যাচাই নিয়ম

এখানে Work Permit অপশনে ক্লিক করে নিচে Work Permit Number লেখা খালিঘরে আপনার ওয়ার্ক পারমিট নাম্বার টাইপ করে ক্যাপচা পূরণ করতে হবে।

Application ID: আপনার আবেদনের সময় প্রাপ্ত এপ্লিকেশন আইডি দিয়েও আপনি ভিসা চেক করতে পারবেন।

বাহরাইন ভিসা চেক করার নিয়ম

এখানে Application ID অপশন সিলেক্ট করে নিচে Application Number এর পাশের খালিঘরে আপনার এপ্লিকেশন আইডি নাম্বার দিয়ে ক্যাপচা পূরণ করে Search লেখাতে ক্লিক করতে হবে।

Passport: ভ্রমণের ক্ষেত্রে আপনি পাসপোর্ট নাম্বার দিয়ে অনলাইনে ভিসা চেক করতে পারবেন।

অনলাইন বাহরাইন চেক করার নিয়ম

এখানে Passport লেখাতে ক্লিক করে নিচে Passport Number লেখা খালিঘর আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে পূরণ করতে হবে। এরপর ডানদিকে Choose a Country অপশন থেকে Bangladesh সিলেক্ট করে ক্যাপচা পূরণ করে Search এ ক্লিক করতে হবে।

এভাবে আপনার Identity Card, Work Permit, Application ID, Passport এর তথ্য দিয়ে ক্যাপচা পূরণ করে Search এ ক্লিক করলেই কয়েক সেকেন্ডের মধ্যে আপনার বাহরাইন ভিসার সকল তথ্য আপনি স্ক্রিনে দেখতে পাবেন।

অনলাইনে বাহরাইন ভিসা চেক করার সুবিধা

আজকাল অসাধু এজেন্সি বা দালালের ফাদে পড়ে ভুল ভিসা নিয়ে বিদেশে যেয়ে প্রতারিত হওয়ার ঘটনা বেড়েই চলছে। এধরনের প্রতারণা এড়াতে ভ্রমণের আগে নিজেই ভিসা চেক করে নেয়া উচিত। উপরোক্ত অনলাইনে বাহরাইন ভিসা চেক করার নিয়ম অনুসরন করে নিজেই ঘরে বসে বাহরাইন ভিসা চেক করতে পারবেন।

অনলাইনে বাহরাইন ভিসা চেক করার নিয়ম সম্পর্কিত প্রশ্নোত্তর (FAQ)

বাহরাইন ভিসা চেক ২০২৩ কিভাবে করবো?
২০২৩ সালে বাহরাইনের ভিসা চেক করার জন্য https://www.lmra.gov.bh/en/ এই সাইটে ভিজিট করে Register Worker Eligibility অপশনে ক্লিক করে প্রয়োজনীয় একটি ডকুমেন্টস, যেমন- Identity Card, Passport, Visa নম্বর দিয়ে ক্যাপচা কোড পূরন করে সার্চ করলেই ভিসার স্ট্যাটাস দেখতে পাবেন।

বাহরাইন ভিসা কি চালু আছে?
হ্যাঁ, বর্তমানে বাংলাদেশের জন্য বাহরাইন ভিসা চালু আছে।

বাহরাইন ভিসা চেক করার ওয়েবসাইট কোনটি?
বাহরাইনের বৈদেশিক বিষয় সম্পর্কিত সরকারি ওয়েবসাইট www.lmra.gov.bh ভিজিট করে অনলাইনে বাহরাইন ভিসা চেক করতে পারবেন।

বাহরাইন ভিসা চেক করতে কি কি ডকুমেন্টস লাগে?
আবেদনকারীর Identity Card, Work Permit No, Application ID, Passport No দিয়ে ভিন্ন ভাবে বাহরাইন ভিসা চেক করতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top