অগ্রযাত্রা সমাজ উন্নয়ন সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

অগ্রযাত্রা সমাজ উন্নয়ন সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১: অগ্রযাত্রা সমাজ উন্নয়ন সংস্থা এর জন্য শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে ১৪টি ক্যাটাগরিতে মোট ২৫৭০৮ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অগ্রযাত্রা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী পদগুলোতে যোগ্যতা পূরণ সাপেক্ষে পুরুষ-মহিলা উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। অগ্রযাত্রা চাকরির বিজ্ঞপ্তিতে আবেদন করা যাবে ১৭ জুন ২০২১ তারিখ পর্যন্ত। অগ্রযাত্রা সমাজ উন্নয়ন সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি ও বিস্তারিত নিচে দেওয়া হল। সকল চাকরির খবর সবার আগে পড়তে আমাদের চলমান নিয়োগ বিজ্ঞপ্তি পেজে ভিজিট করুন।

অগ্রযাত্রা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি

এক নজরে অগ্রযাত্রা নিয়োগ বিজ্ঞপ্তির সকল তথ্য দেখুন

চাকরির ক্যাটাগরিবেসরকারি চাকরি
কোম্পানির নামএএসইউএস
চাকরির ধরনফুল টাইম
যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেনসকল জেলা
মোট ক্যাটাগরি১৪টি
পদ সংখ্যা২৫,৭০৮ জন
বয়সসীমা১৮-৪০ বছর
শিক্ষাগত যোগ্যতা৮ম শ্রেণি হতে মাস্টার্স পর্যন্ত
আবেদনের শেষ তারিখ১৭ জুন, ২০২১
আবেদনের মাধ্যমডাকযোগে
অফিসিয়াল ওয়েবসাইটasusbd.org
বিজ্ঞপ্তির সূত্রদৈনিক ইত্তেফাক (৪ মে, ২০২১)

দেখে নিনঃ চলমান সকল এনজিও নিয়োগ ২০২১ বিজ্ঞপ্তি সমূহ

অগ্রযাত্রা এনজিও নিয়োগ ২০২১

ক্র: নং পদের নাম পদ সংখ্যাবেতন স্কেল
জেলা এরিয়া ম্যানেজার৫০ টি৪৫,০০০/-
একাউন্টেন্ট (জেলা অফিসার)৪৮ টি৩৫,০০০/-
একাউন্টেন্ট (থানা অফিসার)৪৫০ টি৩০,০০০/-
ম্যানেজার (উপজেলা)৩২০ টি৩২,০০০/-
উপ-সহকারি কমিনিটি মেডিকেল অফিসার৪৫০ টি২৫,০০০/-
অফিস সহকারি কাম কম্পিউটার২৫০ টি১৮,০০০/-
মাঠ পরিদর্শক৩৯২০ টি২৭,০০০/-
সহকারি মাঠ পরিদর্শক৩৯২০ টি২৪,০০০/-
নার্স৫০০ টি১৫,০০০/-
১০রিসিপশনিষ্ট (মহিলা)২৫০ টি১৫,০০০/-
১১ড্রাইভার (লাইট)৩০ টি২০,০০০/-
১২মাঠ কর্মী১৪,৬২০ টি১৫,০০০/-
১৩অফিস সহায়ক৪৫০ টি১৫,০০০/-
১৪নৈশ্য প্রহরী৪৫০ টি১২,০০০/-

অগ্রযাত্রা সমাজ উন্নয়ন সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি-তে বিস্তারিত পড়ুন-
অগ্রযাত্রা সমাজ উন্নয়ন সংস্থা আবেদন ফরম ডাউনলোড

চলুন একনজরে দেখে নেওয়া যাক অগ্রযাত্রা সমাজ উন্নয়ন সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি এর গুরুত্বপূর্ণ তথ্যাদি।

অগ্রযাত্রা সমাজ উন্নয়ন সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি এর আবেদনের যোগ্যতা

শিক্ষাগত যোগ্যতা:
(০১) স্নাতক/ স্নাতকোত্তর ও তিন বছরের অভিজ্ঞতা
(০২) স্নাতক/ স্নাতকোত্তর (কমার্স) ও তিন বছরের অভিজ্ঞতা
(০৩) স্নাতক/ বি.কম (কমার্স) ও দুই বছরের বাস্তব অভিজ্ঞতা
(০৪) বিএ সমমান
(০৫) বিএ সমমান
(০৬) এইচএসসি পাশ
(০৭) বিএ/এইচএসসি পাশ
(০৮) এসএসসি/এইচএসসি পাশ
(০৯) ডিপ্লোমা ইন নার্সিং
(১০) এসএসসি/এইচএসসি পাশ
(১১) ৮ম শ্রেণি পাশ ও তিন বছরের অভিজ্ঞতা
(১২) এসএসসি/এইচএসসি পাশ
(১৩) ৮ম শ্রেণি পাশ
(১৪) ৮ম শ্রেণি পাশ

আবেদনের ঠিকানাঃ অগ্রযাত্রা সমাজ উন্নয়ন সংস্থা (এএসইউএস), বাড়ি-২৩ (৩য় তলা), রোড #১৫, নিকুঞ্জ #০২, খিলক্ষেত, ঢাকা-১২২৯

আবেদন ফি
পরিক্ষার ফি বাবদ, ১ম পদের জন্য ৫০০ টাকা, ২-৮ নং পদের জন্য ৩০০ টাকা এবং ৯-১৪ নং পদের জন্য ২০০ টাকা অফেরতযোগ্য ফি অগ্রযাত্রা সমজ উন্নয়ন সংস্থার হিসাব শিরোনামে ইসলামী ব্যাংক বাংলাদেশ এর চলতি হিসাব নং- ২০৫০৪১০০১০০০৭০৯০৮ একাউন্টে জমা/পে-অর্ডার এর মাধ্যমে দিতে হবে।

এছাড়া আবেদনের সময় ১০ টাকা মূল্যের ডাকটিকেটসহ ১০.৫*৪.৫ ইঞ্চি সাইজের ফেরত খাম পাঠাতে হবে।

নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অথবা ফেসবুক গ্রুপ এ যুক্ত হতে পারেন।

About Juyel Ahmed Liton

সুপ্রিয় “প্রোবাংলা” কমিউনিটি, ছোটবেলা থেকেই প্রযুক্তির প্রতি আকর্ষণ ছিলো এবং হয়তো সেই আকর্ষণটা অন্য দশ জনের থেকে একটু বেশি। ওয়েবসাইট, টাইপিং, আর্টিকেল লেখাসহ টেকনোলজি সবই আমার প্রিয়। জীবনে টেকনোলজি আমাকে যতটা ইম্প্রেস করেছে ততোটা অন্যকিছু কখনো করতে পারেনি। আর এই প্রযুক্তির প্রতি আগ্রহ থেকেই লেখালেখির শুরু.....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *