পুনরায় পরীক্ষা নেবার আবেদন

পুনরায় পরীক্ষা নেবার আবেদন

পুনরায় পরীক্ষা নেবার আবেদন সম্পর্কে আজকের আলোচনা। প্রতিটি মানুষের জীবনে কিছু না কিছু সমস্যা, জটিলতায় লেগেই থাকে। এই জটিলতার কারণে অনেক সময় সময়মতো অনেক পরীক্ষায় উপস্থিত হতে পারেন না।  পরীক্ষা না দেওয়ার ফলে একটি বছর পিছিয়ে পড়েন এই শিক্ষার্থী। কিন্তু চাইলে এই পরীক্ষা পরবর্তীতে দিতে পারেন । এর জন্য আপনি অফিশিয়াল নিয়মানুযায়ী অফিশিয়াল ফরমেটে আবেদন করতে হবে।

আর এই আবেদনের প্রেক্ষিতে আপনি পুনরায় পরীক্ষা দেবার সুযোগ পেয়ে যাবেন। আপনার আবেদন যাচাই-বছাইয়ের মাধ্যমে পরীক্ষা না দেবার কারণটি যদি কর্তৃপক্ষের নিকট সঙ্গত বলে মনে হয় তাহলে শিক্ষক পরীক্ষা নেন।

এই আর্টিকেলের মাধ্যমে জানতে পারবেন পুনরায় পরীক্ষা নেবার আবেদন পত্র লেখার নমুনা সম্পর্কে। এখানে আমরা নমুনা হিসাবে একটি কারণ উল্লেখ করেছি। আপনি আপনার কারণ পরিবর্তন করে আবেদনপত্রটি প্রস্তুত করতে পারেন। তাহলে নিম্নে দেখুন কিভাবে পুনরায় পরীক্ষা দেয়ার আবেদন করতে হয়।

পুনরায় পরীক্ষা নেবার আবেদন পত্র লেখার নমুনা

তারিখ: ০৮ মার্চ, ২০২৩
পরীক্ষা নিয়ন্ত্রক
জাতীয় বিশ্ববিদ্যালয়,
গাজীপুর, ঢাকা

মাধ্যমে: অধ্যক্ষ, মদন মোহন কলেজ, সিলেট।

বিষয়: পুনরায় পরীক্ষা নেবার আবেদন

জনাব,
যথাবিহীত সম্মান পূর্বক নিবেদন এই যে, আমি মো. রিপন মিয়া আপনার কলেজের চতুর্থ সেমিস্টারের একজন নিয়মিত ছাত্র। আমার চতুর্থ সেমিস্টারের ফাইনাল পরীক্ষা চলামান। ইতোমধ্যে ৫টি বিষয়ের পরীক্ষা সম্পন্ন হয়েছে। আমি গত ১৫ জানুয়ারি, ২০২৩খ্রি. তারিখে অসহ্য অ্যাপেন্ডিসাইটিস ব্যাথায় কষ্ট পাচ্ছিলাম। বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার জন্য উপস্থিত হয়েও বাড়িতে ফিরে যেতে হয়েছে।

এমতাবস্থায় অবস্থায় আমি উক্ত দিনের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় অংশগ্রহণ করতে পারিনি। উল্লেখ্য, আমি আমার অন্যান্য পরীক্ষাগুলোতে সময়মতো উপস্থিত হয়েছি। ইতিপূর্বে কখনো এ ধরণের পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি আমাকে।

অতএব বিনীত প্রার্থনা এই যে, আমাকে উক্ত পরীক্ষা পুনরায় দেওয়ার অনুমতি দানে আপনার মর্জি হোক।

বিনীত নিবেদক

(মো. রিপন মিয়া)
রাষ্ট্রবিজ্ঞান বিভাগ,
চতুর্থ সেমিস্টার
রোল নম্বর : ১২৩৪৫৬৭৮
রেজিস্টেশন নম্বর: ০০২৩৪৬৭৯
জাতীয় বিশ্ববিদ্যালয়,
গাজীপুর, ঢাকা।

পুনরায় পরীক্ষা নেবার আবেদন pdf  ডাউনলোড 

পুনরায় পরীক্ষা নেবার আবেদন docs ফাইল ডাউনলোড 

শেষ কথা: এই আর্টিকেলটি পড়ে আপনি জানতে পারলেন পুনরায় পরীক্ষা নেবার আবেদন কিভাবে করতে হয়। এ ধরনের আরো প্রয়োজনীয় আবেদনপত্র লেখার নিয়ম জানতে আমাদের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top