আল্লাহর গুণবাচক নাম অর্থসহ

আল্লাহর ৯৯ নামের ছবি | আল্লাহর নামের পিকচার

আল্লাহর ৯৯ নামের ছবি | আল্লাহর নামের পিকচার: পবিত্র কুরআনে বর্ণিত আল্লাহর গুণবাচক নাম অর্থসহ এই পোস্টে আল্লাহর ৯৯টি নামের অর্থসহ প্রকাশ চেষ্টা করেছি।

কুরআন ও হাদিসে বর্ণিত আল্লাহ তায়ালার গুণবাচক নামের তালিকা যা আল্লাহর ৯৯ নাম হিসাবে পরিচিত। মৌলিক নাম অথবা মূল নাম হচ্ছে আল্লাহ কিন্তু গুণবাচক নাম অনেকগুলো রয়েছে। 

হাদীস অনুযায়ী আল্লাহর ৯৯টি নামের তালিকা খুঁজে পাওয়া যায়। আমরা সেই নামগুলি এখানে তালিকাভুক্ত করলাম। তাছাড়া আল্লাহর ৯৯ নামের ছবি বা আল্লাহর নামের পিকচার সহ উপস্থাপন করলাম। এছাড়াও কুরআন ও হাদিস অনুযায়ী সর্বমোট নামের সংখ্যা প্রায় ৪০০০। 

১. আল্লাহ : “বল তিনিই আল্লাহ এক-অদ্বিতীয়।” (সূরা আল-ইখলাস : ০১)
২. আর রহমানু : “পরম দয়ালু।” (সূরা আর-রহমান : ০১)
৩. আর রাহিমু : (সীমাহীন করুণাময়) “পরম করুণাময় অতি দয়ালু।” (সূরা ফাতিহা : ০৩)
৪. মালিকু (সত্তাধিকারী)
৫. আল কুদ্দুসু (মহাপবিত্র)
৬. আস্-সালামু (শান্তিদাতা)
৭. আল-মুমিনু (নিরাপত্তাদাতা)
৮. আল-মুহাইমিনু (রক্ষণাবেক্ষণকারী)
৯. আল-আযিযু (মহাপরাক্রমশালী)
১০. আল-জাব্বারু (মহাপ্রতাপশালী)
১১. আল-মুতাকাব্বিরু (মহাগৌরবের অধিকারী)
১২. আল-খালিকু (সৃষ্টিকর্তা)
১৩. আল-কারিমু (উদ্ভাবনকারী)
১৪. আল-মুসাব্বিরু (আকৃতিদানকারী)
১৫. আল-গাফ্ফারু (অসীম ক্ষমাশীল)
১৬. আল-কাহ্হারু (মহাপরাক্রমশালী)
১৭. আল-ওয়াহ্হাবু (মহান দাতা)
১৮. আল রাজ্জাকু (রিজিকদাতা)
১৯. আল-ফাত্তাহু (মহা বিজয়দানকারী)
২০. আল-আলিমু (মহাজ্ঞানী)

আল্লাহর গুণবাচক নাম অর্থসহ

২১. আল-ক্বাবিদু (হরণকারী)
২২. আল-বাসিতু (সম্প্রসারণকারী)
২৩. আল-খাফিদু (অবনতকারী)
২৪. আর রাফিয়ু (উন্নতকারী)
২৫. আল মুয়িযু (মর্যাদাদানকারী)
২৬. আল-মুজিল্লু (অপমানকারী)
২৭. আস-সামিয়ু (সর্বশ্রোতা)
২৮. আল-বাসিরু (সর্বদ্রষ্টা)
২৯. আল-হাব্বিসু (মহাবিচারক)
৩০. আল-আদিলু (ন্যায়পরায়ণ)
৩১. আল-লাতিফু (সূক্ষ্মদর্শী)
৩২. আল-খাবিরু (মহা সংবাদরক্ষক)
৩৩. আল-হালিমু (মহা সহিষ্ণু)
৩৪. আল-আযিমু (মহান)
৩৫. আল-গাফুরু (ক্ষমাশীল)
৩৬. আশ্ শাকুরু (গুণগ্রাহী)
৩৭. আল-আলিয়্যু (মহা উন্নত)
৩৮. আল-কাবিরু (সর্বাপেক্ষা বড়)
৩৯. আল-হাফিযু (মহারক্ষক)
৪০. আল-মুকিতু (মহান শক্তিদাতা)
৪১. আল-হাসিবু (হিসাব গ্রহণকারী)
৪২. আল-জালিলু (মহা মহিমাময়)
৪৩. আল-কারিমু (মহা অনুগ্রহশীল)

আল্লাহর ৯৯টি নাম অর্থসহ

৪৪. আর রাকিবু (মহাপর্যবেক্ষণকারী)
৪৫. আল-মুজিবু (মহান কবুলকারী)
৪৬. আল- ওয়াসিয়ু (মহাবিস্তারকারী)
৪৭. আল-হাকিমু (মহাপ্রজ্ঞাময়)
৪৮. আল-ওয়াদুদু (প্রেমময় বন্ধু)
৪৯. আল-মাজিদু (মহাগৌরবান্বিত)
৫০. আল-বাইসু (পুনরুত্থানকারী)
৫১. আশ্শাহীদু (সর্বদর্শী)
৫২. আল-হাক্কু (মহাসত্য)
৫৩. আল-ওয়াকিলু (মহান দায়িত্বশীল বা প্রতিনিধি)
৫৪. আল-ক্বাযিয়্যু (মহাশক্তি ধর)
৫৫. আল-মাতিনু (চূড়ান্ত সুরক্ষিত ক্ষমতার অধিকারী)
৫৬. আল-ওয়ালিয়্যু (মহান অভিভাবক)
৫৭. আল-হামিদু (মহাপ্রশংসিত)
৫৮. আল-মুহ্সিয়্যু (পুঙ্খানুপুঙ্খ হিসাব গ্রহণকারী)
৫৯. আল-মুবদিয়ু (সূচনাকারী)
৬০. আল-মুঈদু (পুনঃসৃষ্টিকারী)
৬১. আল-হাইয়্যু (চিরঞ্জীব)
৬২. আল-কাইয়্যুমু (চিরস্থায়ী)
৬৩. আল-মুহ্য়িয়ু (জীবনদানকারী)
৬৪. আল-মুমিতু (মৃত্যুদানকারী)
৬৫. আল-ওয়াজিদু (ইচ্ছাপূরণকারী)
৬৬. আল-মাজিদ (মহাগৌরবান্বিত)
৬৭. আল-ওয়াহিদু (একক সত্তা)
৬৮. আস্ ছামাদু (স্বয়ংসম্পূর্ণ/অমুখাপেক্ষী)
৬৯. আল-ক্বাদিরু (সর্বশক্তিমান)
৭০. আল-মুক্তাদিরু (মহান কুদরতের অধিকারী)

আল্লাহর গুণবাচক নাম অর্থসহ (৯৯টি) 

৭১. আল-মুকাদ্দিমু (অগ্রসরকারী)
৭২. আল-মুআখ্খিরু (বিলম্বকারী)
৭৩. আল-আউওয়ালু (অনাদি)
৭৪. আল-আখিরু (অনন্ত)
৭৫. আয যাহিরু (প্রকাশ্য)
৭৬. আল-বাতিনু (লুক্কায়িত)
৭৭. আল-ওয়ালিউ (মহান অধিপতি)
৭৮. আল-মুতাআলিয়ু (চির-উন্নত)
৭৯. আল-বাররু (কল্যাণদাতা)
৮০. আত্ তাউওয়াবু (মহান তওবাকবুলকারী)
৮১. আল-মুন্তাকিমু (প্রতিশোধ গ্রহণকারী)
৮২. আল-আফুউ (ক্ষমাকারী/উদারতা প্রদর্শনকারী)
৮৩. আর-রাউফু (অতিশয় দয়ালু)
৮৪. মালিকুল মুলকি (সর্বভৌম ক্ষমতার অধিকারী)
৮৫. যুল-যালালি ওয়াল ইকরামি (গৌরব ও মহত্ত্বের অধিকারী)
৮৬. আল-মুকসিতু (ন্যায়পরায়ণ)
৮৭. আল-জামিয়ু (একত্রকারী)
৮৮. আল-গানিয়্যু (ঐশ্বর্যের অধিকারী)
৮৯. আল-মুগনিয়ু (ঐশ্বর্যদানকারী)
৯০. আল-মানিয়ু (প্রতিরোধকারী)
৯১. আদ্-দাররু (অনিষ্টকারী)
৯২. আন-নাফিয়ু (উপকারকারী)
৯৩. আন্ নূরু (জ্যোতি)
৯৪. আল-হাদিয়ু ( হেদায়েতকারী/পথ প্রদর্শনকারী)
৯৫. আল-বাদিয়ু (সূচনাকারী)
৯৬. আল-বাকিয়ু (চিরবিরাজমান)
৯৭. আল-ওয়ারিসু (স্বত্বাধিকারী)
৯৮. আর রাশিদু (সৎপথে পরিচালনাকারী)
৯৯. আস-সাবুরু (মহাধৈর্যশীল)।

আল্লাহর ৯৯ নামের ছবি

আল্লাহর ৯৯ নামের ছবিসমূহ নিচে তুলে ধরা হলো:

আল্লাহর ৯৯ নামের ছবি
আল্লাহর ৯৯ নামের ছবি

আশা করছি, আল্লাহর ৯৯ নামের ছবি | আল্লাহর নামের পিকচার মহান আল্লাহর গুণবাচক নাম অর্থসহ (৯৯টি) পোস্টটি পড়ে আপনি অনেক কিছু জানতে পেরেছেন আল্লাহর ৯৯টি নাম বাংলা অর্থ জানতে পেরেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top