বাংলাদেশ কৃষি গবেষণা এন্ডাওমেন্ট ট্রাস্টে নিয়োগ-Ministry of Agriculture Job Circular 2020

BKGET Job Circular: বাংলাদেশ কৃষি গবেষণা এন্ডাওমেন্ট ট্রাস্ট (বিকেজিইটি) তে শূন্য পদসমূহে ০২ টি ক্যাটাগরিতে মোট ০২ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । বিজ্ঞপ্তি অনুযায়ী পদগুলোতে যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারেন আপনিও। পুরুষ-মহিলা উভয়ই আবেদন করতে পারবেন আগামী ০৭ ডিসেম্বর ২০২০ তারিখ পর্যন্ত। সম্পূর্ণ বিজ্ঞপ্তি ও বিস্তারিত নিচে দেওয়া হল। সরকারি বেসরকারি সকল চাকরির খবর সবার আগে পড়তে আমাদের চাকরির খবর পেজে ভিজিট করুন।

Ministry of Agriculture Job Circular 2020

পদের নাম: সচিব
পদ সংখ্যা: ০১টি
নিয়োগ পদ্ধতি: সরাসরি নিয়োগ
বেতনস্কেল: ৪৩০০০-৬৯৮৫০/-
গ্রেড: ৫ম
প্রয়োজনীয় যোগ্যতা: (ক) দ্বিতীয় শ্রেণি/সম সিজিপিএসহ ৪ বৎসর। মেয়াদি স্নাতক ডিগ্রি অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে প্রথম শ্রেণি/সম সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রি, (খ) এমবিএ/সিএ/সিএমএ ডিগ্রিধারীদেরকে অগ্রাধিকার প্রদান করা হইবে; (গ) অফিস পরিচালনা কার্যে ৯ম গ্রেড বা তদূর্ধ্ব গ্রেডের পদে নূন্যতম ৫ (পাঁচ) বৎসরের বাস্তব অভিজ্ঞতা থাকিতে হইবে।

পদের নাম: হিসাবরক্ষণ কর্মকর্তা
পদ সংখ্যা: ০১টি
নিয়োগ পদ্ধতি: সরাসরি নিয়োগ
বেতনস্কেল: ২২০০০-৫৩০৬০/-
গ্রেড: ৯ম
প্রয়োজনীয় যোগ্যতা: (ক) স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অ্যাকাউন্টিং বা ফিন্যান্স বিষয়ে দ্বিতীয় শ্রেণি/সম সিজিপিএসহ ৪ বৎসর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণি/সম সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রি।

আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত তথ্য দেখুনঃ

Agriculture Job Circular 2020

নিয়োগের শর্তাবলী :

  • নিয়োগের ক্ষেত্রে সরকারের প্রচলিত বিধি বিধান প্রতিপালিত হবে। ০৭-১২-২০২০ তারিখে প্রার্থীর বয়স নির্ধারিত সীমার মধ্যে হতে হবে।
  • এই বিজ্ঞপ্তির অধীনে আগ্রহী প্রার্থীগণকে online-এ আবেদন করতে হবে। সে লক্ষ্যে http://bkget.teletalk.com.bd ওয়েব সাইটে লগ-ইন করলে একটি লিংক পাওয়া যাবে। ঐ লিংকে প্রবেশ করে সংশ্লিষ্ট নির্দেশনা মোতাবেক online-এ আবেদনপত্র পূরণ করতে হবে।

আবেদনের সময়সীমা নিম্নরূপঃ

(ক) আবেদন ফরম পূরণ এবং পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় : ১০-১১-২০২০, সকাল ১০.০০ ঘটিকা।
(খ) আবেদন ফরম জমাদানের শেষ তারিখ ও সময়ঃ : ০৭-১২-২০২০, বিকাল ০৫.০০ ঘটিকা।

শুধুমাত্র User ID প্রাপ্ত আবেদনকারীগণ User ID প্রাপ্তির পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে sms এর মাধ্যমে ফি জমা দিতে পারবেন। নির্ধারিত তারিখ ও সময়ের পর কোন আবেদনপত্র গৃহীত হবে না।

অনলাইন-এ আবেদন ফরম পূরণের সংক্ষিপ্ত বিবরণীঃ

আবেদনকারীগণকে টেলিটক বাংলাদেশ লিমিটেড এর ওয়েবপোর্টাল http://bkget.teletalk.com.bd অথবা বাংলাদেশ কৃষি গবেষণা এভাওমেন্ট ট্রাস্ট এর ওয়েব সাইট http://www.bkget.org এর মাধ্যমে নির্ধারিত আবেদন ফরম পূরণ করে online registration কার্যক্রম এবং ফি জমাদান সম্পন্ন করতে হবে। বাংলাদেশ কৃষি গবেষণা এন্ডাওমেন্ট ট্রাস্ট এর ওয়েব সাইট http://www.bkget.org এ আবেদন ফরম পূরণের বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেয়া আছে। অনলাইন আবেদন ফরম পূরণের পূর্বে আবেদনকারীগণ উক্ত নির্দেশনার অংশটি download করে প্রতিটি নির্দেশনা ভালভাবে জেনে নিতে পারবেন।

Online আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০x প্রস্থ ৮০ pixel, File size maximum 60 kb) ও রঙ্গিন ছবি (দৈর্ঘ্য। ৩০০x প্রস্থ ৩০০ pixel, File size maximum 100 kb) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন।

যেহেতু online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। পুনঃ পুরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

প্রার্থী online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়ােজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।

আবেদন করুন

SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদানঃ

online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মত ছবি এবং Signature upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে।

নির্ভুলভাবে আবেদপত্র Submit কারী প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s copy পাবেন। উক্ত Applicant’s copy প্রার্থী প্রিন্ট অথবা Download করে সংরক্ষণ করবেন। Applicant’s কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিমােক্ত পদ্ধতিতে যে কোন Teletalk Pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ্য, Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।

প্রথম SMS: BKGET<space> User ID লিখে 16222 নম্বরে Send করতে হবে। Example: BKGET ABCDEF Reply: Applicant’s Name, Tk. 200.00 will be charged as application fee, Your PIN is 123456789. To pay fee Type BKGET <Space>YES<Space>PIN and send to 162221

দ্বিতীয় SMS: BKGET <Space>YES<Space>PIN লিখে 16222 নম্বরে Send করতে হবে। Example: BKGET YES 123456789 Reply: Congratulations! Applicant’s Name, payment. Completed successfully for examination fee. User ID is (XXXXX) and password (XXXXXX) দ্বিতীয় SMS টি পাঠানাের পর ফিরতি SMS এর Password পাবেন। এই Password টি Admit Card (প্রবেশ পত্র) Download-এর জন্য প্রার্থী সংরক্ষণ করবেন।

প্রবেশ পত্র ডাউনলোড:

প্রবেশ পত্র প্রাপ্তির বিষয়টি http://bkget.teletalk.com.bd ওয়েব সাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধু যােগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS Read করা এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্চনীয়।

SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রােল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময়, ভেন্যুর নাম ‘ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশ পত্র প্রার্থী Downloadপূর্বক Print (সম্ভব হলে রঙ্গিন) করার মাধ্যমে সংগ্রহ করতে পারবেন। প্রার্থী এই প্রবেশ পত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহনের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন। Admit card (প্রবেশ পত্র) Download এর তারিখ পরবর্তীতে SMS এর মাধ্যমে জানানো হবে।

probangla-Facebook-page

Post Related Things: নিয়োগ বিজ্ঞপ্তি 2020,চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০,চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি,চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি 2020,চাকরী নিয়োগ বিজ্ঞপ্তি,চাকরীর নিয়োগ বিজ্ঞপ্তি,new চাকরির খবর,চাকরির খবর paper,চাকরির খবর পত্রিকা, চাকরির ডাক পত্রিকা, চাকরির বাজার পত্রিকা,সাপ্তাহিক চাকরির পত্রিকা,daily education, bd job today , New job circular, bd recent job circular,নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০,নিয়োগ বিজ্ঞপ্তি 2020,daily education, চাকরির খবর পত্রিকা, চাকরির খবর ২০২০,চাকরির খবর apk,চাকরির খবর bd jobs,চাকরির খবর.com,daily চাকরির খবর,e চাকরির খবর,চাকরির খবর govt, Job Circular সরকারী চাকরির খবর,চাকরির খবর প্রথম আলো,চাকরির বাজার,আজকের চাকরির খবর,চাকরির ডাক, আজকের চাকরির পত্রিকা,চাকরির পত্রিকা আজকের, নিয়োগ বিজ্ঞপ্তি,

About Juyel Ahmed Liton

সুপ্রিয় “প্রোবাংলা” কমিউনিটি, ছোটবেলা থেকেই প্রযুক্তির প্রতি আকর্ষণ ছিলো এবং হয়তো সেই আকর্ষণটা অন্য দশ জনের থেকে একটু বেশি। ওয়েবসাইট, টাইপিং, আর্টিকেল লেখাসহ টেকনোলজি সবই আমার প্রিয়। জীবনে টেকনোলজি আমাকে যতটা ইম্প্রেস করেছে ততোটা অন্যকিছু কখনো করতে পারেনি। আর এই প্রযুক্তির প্রতি আগ্রহ থেকেই লেখালেখির শুরু.....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *