চাকরির বয়স বাড়ানো

সরকার চাকরি প্রার্থীদের বয়সে পাঁচ মাস ছাড় দিচ্ছে

গত ২৫ মার্চ যাদের বয়স ৩০ বছর পূর্ণ হয়েছে তারা সরকারি চাকরিতে আবেদন করতে পারবেন জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

তিনি বলেন করোনা মহামারির কারণে ২৫ মার্চে যাদের বয়স ৩০ বছর হয়েছে তাদের সরকারি চাকরিতে আবেদন করার সুযোগ দিচ্ছে সরকার। যার ফলে আগস্ট পরবর্তী সময়ের নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পাবেন।

২৬ মার্চের পর মার্চ থেকে আগস্ট পর্যন্ত যে সকল মন্ত্রণালয় বা অধিদপ্তর চাকরির জন্য তাদের বিজ্ঞাপন দেওয়ার কথা ছিল কিন্তু দিতে পারেনি তারা আগস্টের পর থেকে বিজ্ঞপ্তি দিচ্ছে। সেই ক্ষেত্রে প্রার্থী যারা থাকবে তাদের জন্য আবেদন চাইবে যে ২৫ মার্চ তাদের বয়স ৩০ বছর হতে হবে। এটুকু দিলে তারা (চাকরি প্রার্থী) কনসেশনটা পেয়ে গেল।

উল্লেখ্য, বাংলাদেশে করোনার মহামারির বিস্তার বাড়তে থাকায় গত ২৬ মার্চ থেকে একটানা ৬৬ দিন সাধারণ ছুটির মধ্যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেনি সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এছাড়াও গত ডিসেম্বর থেকে চাকরিতে নিয়োগের নতুন কোনো বিজ্ঞপ্তি দেয়নি কমিশন।

সূত্র: কালের কণ্ঠ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top