আট হাজার টাকায় ভালো স্মার্টফোন ২০২৩

আট হাজার টাকায় ভালো স্মার্টফোন ২০২৩ | কমদামে স্মার্টফোন ২০২৩: এই ডিজিটাল যুগে স্মার্ট ফোন ছাড়া খুব কম মানুষই আছে। স্মার্টফোন শুধু বিলাসিতার জন্য নয়, এটা যুগের চাহিদাও বটে। বিভিন্ন কাজ কর্মে স্মার্টফোন আমাদের প্রয়োজন। স্মার্টফোনের মাধ্যমে আমরা খুব সহজেই ইন্টারনেটের সাথে যুক্ত হতে পারি। আর এই ইন্টারনেট হচ্ছে জ্ঞান ও তথ্য ভাণ্ডার।

আপনার কাছে একটি ভালো স্মার্টফোন থাকলে আপনি খুব সহজেই যেকোন জিনিস সম্পর্কে জানতে পারবেন। পরীক্ষার রেজাল্ট থেকে শুরু করে eporcha বা জমির খতিয়ান, সবকিছু এখন ফোনের মাধ্যমে দেখা যায়। তবে আমাদের অনেকেই আছে যারা টাকার স্বল্পতার কারণে ভালো স্মার্টফোন কিনতে পারছেন না। তাই তাদের জন্য আজ নিয়ে এলাম ৮ হাজার টাকার মধ্যে ভালো ফোন ২০২৩ সালের।

আপনারা ‘আট হাজার টাকায় ভালো স্মার্টফোন ২০২৩’ এই আর্টিকেলের মাধ্যমে জানতে পারবেন ৮ হাজার টাকার মধ্যে ভালো ফোন এর সন্ধান।
‘আট হাজার টাকায় ভালো স্মার্টফোন’ এই আর্টিকেল পড়ার জন্য ধন্যবাদ।

আট হাজার টাকায় ভালো স্মার্টফোন ২০২৩

১) আট হাজার টাকায় ভালো স্মার্টফোন ২০২৩

৮ হাজার টাকার মধ্যে ভালো ফোন বাংলাদেশ ২০২৩ | ৮০০০ টাকার মধ্যে ভালো ফোন বাংলাদেশ ২০২৩ | 8000 price mobile in Bangladesh 2023 | কমদামে ভালো স্মার্টফোন-

‘৮০০০ টাকার ভালো ফোন ২০২৩’ এই আর্টিকেলের প্রথমেই আপনাদের জন্য এনেছি itel A24 এই মোবাইলটি। এই মোবাইলে স্পেসিফিকেশন নিম্নে দেওয়া হলো।

নামitel A24
ব্রান্ডitel
মডেলA24
নেটওয়ার্ক3G
সিমডুয়েল সিম
ডিসপ্লেFHD+ Full Screen
ডিসপ্লে সাইজ5.0 inches
ডিসপ্লে রেজুলেশন720 x 1600 pixels
ফোন মেমোরি32 GB
RAM2 GB
এসডি কার্ডসর্বোচ্চ 64 GB
ক্যামেরা5 মেগাপিক্সেল
সেলফি ক্যামেরা0.3 মেগাপিক্সেল
ক্যামেরা ফিচারAI, Night Mode, Manual, Burst, Panorama, Flash Light
সেন্সরG-Sensor, Proximity Sensor, Light Sensor
ফিঙ্গারপ্রিন্টNo
ব্যাটারিLi-Polymer Battery
ব্যাটারি ক্যাপাসিটি /3020 mAh
রঙBlue, Green
প্রস্তুতকারকচীন
দাম৫৯৯০

৮ হাজার টাকার মধ্যে ভালো ফোন’ যদি কিনতে চান, তাহলে এটা হতে পারে আপনার বেস্ট চয়েজ। কেননা এই মোবাইলটা দামের সস্তা তবে মানে তুলনামূলক ভালো। এটার মধ্যে 2 জিবি RAM রয়েছে। যেটা দিয়ে আপনি খুব সহজেই সাধারণ এপ্লিকেশন গুলো চালাতে পারবেন। এছাড়া এটা দিয়ে আপনি ফেসবুক, ইউটিউব স্বাচ্ছন্দ চালাতে পারবেন।
৮ হাজার টাকায় ভালো স্মার্টফোন ২০২৩ সালে এটা কিনতে পারবেন।

২) ৮ হাজার টাকার স্মার্টফোন ২০২৩

৮ হাজার টাকার মধ্যে ভালো ফোন বাংলাদেশ ২০২৩ | ৮০০০ টাকার মধ্যে ভালো ফোন বাংলাদেশ ২০২৩ | 8000 price mobile in Bangladesh 2023 | কমদামে ভালো স্মার্টফোন-

‘৮ হাজার টাকার মধ্যে ভালো ফোন ২০২৩’ সালে যদি কিনতে চান তাহলে একটি দেশি ব্র্যান্ডের ভালো ফোন আছে যেটা কিনতে পারেন। এটা ওয়ালটন ব্র্যান্ডের অনেক ভালো একটি ফোন। নিচে এটার বিস্তারিত তথ্য দেওয়া হলো।

নামWalton primo GM4
ব্রান্ডWalton
মডেলPrimo GM4
নেটওয়ার্ক4G
সিমডুয়েল সিম
ডিসপ্লেV-Notch HD+
ডিসপ্লে সাইজ6.1 inches
ফোন মেমোরি16 GB
RAM2 GB
এসডি কার্ডসর্বোচ্চ 64 GB
ক্যামেরা8 মেগাপিক্সেল
সেলফি ক্যামেরা5 মেগাপিক্সেল
ক্যামেরা ফিচারAI, Night Mode, Manual, Burst, Panorama, Flash Light
সেন্সরG-Sensor, Proximity Sensor, Light Sensor
ফিঙ্গারপ্রিন্টNo
ব্যাটারিLi-Polymer Battery
ব্যাটারি ক্যাপাসিটি5000 mAh
রঙBlue
প্রস্তুতকারকবাংলাদেশ
দাম৫৯৯০

৩) ৮ হাজার টাকার ফোন ২০২৩

৮ হাজার টাকার মধ্যে ভালো ফোন বাংলাদেশ ২০২৩ | ৮০০০ টাকার মধ্যে ভালো ফোন বাংলাদেশ ২০২৩ | 8000 price mobile in Bangladesh 2023 | কমদামে ভালো স্মার্টফোন-

‘আট হাজার টাকার মধ্যে ভালো ফোন ২০২৩’ সালে কেনার জন্য আমরা আপনাদের কয়েকটা মোবাইল সাজেস্ট করেছি। এবার আপনাদের সর্বশেষ ৮ হাজার টাকার মধ্যে ভালো ফোন সাজেস্ট করবো। এটা নোকিয়া ব্র্যান্ডের একটি মোবাইল। আপনি যদি একটি ভালো ব্র্যান্ডের মোবাইল ব্যবহার করতে চান তাহলে এটা আপনার জন্য বেস্ট সাজেশন হতে পারে।

নামNOKIA CZ 2nd edition
ব্রান্ডNOKIA
মডেলCZ 2nd edition
নেটওয়ার্ক4G
সিমডুয়েল সিম
ডিসপ্লে সাইজ5.7 inches
ফোন মেমোরি32 GB
RAM0.5 GB
এসডি কার্ডসর্বোচ্চ 64 GB
ক্যামেরা5 মেগাপিক্সেল
সেলফি ক্যামেরা2 মেগাপিক্সেল
প্রসেসরQuad core 1.5 Ghz
সেন্সরG-Sensor, Proximity Sensor, Light Sensor
ফিঙ্গারপ্রিন্টNo
ব্যাটারি ক্যাপাসিটি2400 mAh
রঙBlue, Green
প্রস্তুতকারকফিনল্যান্ড
দাম৮৪৯০

বি.দ্র. এখানে মোবাইল সম্পর্কে যে সকল স্পেসিফিকেশন দেওয়া হয়েছে তা এই মোবাইল কোম্পানির ওয়েবসাইট থেকে নেওয়া। বাস্তব মোবাইলে যদি এখানে বর্ণিত কোনো ফিচারের সাথে অমিল পাওয়া যায় তাহলে তার জন্য probangla দায়ী নয়। আর যদি কোনো ভুল হয় তাহলে আমাদের জানালে আমরা শুধরে নেবো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top