ইতিহাস সৃষ্টি করা দেশের প্রথম নারীরা

ইতিহাস সৃষ্টি করা দেশের প্রথম নারীরা

প্রিয় ভিজিটর,বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা প্রথম নারীদের সম্পর্কে আজকের আলোচনা। বাংলাদেশে নারী আন্দোলন শুরু হয়েছিল মুক্তিযুদ্ধের অনেক আগে থেকেই।

অনেক ঘাত-প্রতিঘাত পেরিয়ে বাঙালি নারীরা এখন অফিস-আদালতে সফলভাবে কাজ করছেন। প্রধানমন্ত্রী থেকে শুরু করে ব্যবসায়িক নেতা, সব জায়গায় নারীদের অবস্থান। তো চলুন শুরু করা যাক –

১। বাংলাদেশের প্রথম নারী স্পীকার?
উঃ ড. শিরীন শারমিন চৌধুরী
        
২। বাংলাদেশের প্রথম নারী কবি?
উঃ চন্দ্রাবতী।

৩।  বাংলাদেশের প্রথম নারী উপাচার্য?
উঃ অধ্যাপক ফারজানা ইসলাম।

৪। বাংলাদেশের প্রথম মহিলা রাষ্ট্রদূত?
উঃ মাহমুদা হক চৌধূরী

৫। বাংলাদেশের প্রথম মহিলা সচিব?    
উঃ খোদেজা আজম

৬। বাংলাদেশের প্রথম নারী এভারেষ্ট বিজয়ী?
উঃ নিশাত মজুমদার    
        
৭। বাংলাদেশের প্রথম মহিলা কূটনীতিবিদ?
উঃ তাহমিনা হক ডলি

৮। বাংলাদেশ ব্যাংকের প্রথম মহিলা ব্যবস্থাপক?
উঃ নাজনিন সুলতানা    

৯। বাংলাদেশের প্রথম নারী জেলা প্রশাসক?
উঃ রাজিয়া বেগম

১০। বাংলাদেশের হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি?    
উঃ নাজমুন আরা সুলতানা

১১। বাংলাদেশের প্রথম মহিলা নোটারী পাবলিক?    
উঃ মিসেস কামরুন্নাহার লাইলী

১২। বাংলাদেশের প্রথম নারী পাইলট?
উঃ কানিজ ফাতেমা রোকশানা

১৩। বাংলাদেশ পুলিশ একাডেমীর প্রথম নারী প্যারেড কমান্ডার?    
উঃ এলিজা শারমিন

১৪। বাংলাদেশের প্রথম নারী এসপি?    
উঃ বেগম রওশন আরা

১৫। বাংলাদেশের প্রথম নারী বিগ্রেডিয়ার?    
উঃ সুরাইয়া রহমান    

১৬। বাংলাদেশের প্রথম নারী ওসি?    
উঃ হোসনে আরা বেগম
            
১৭। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের প্রথম নারী চেয়ারম্যান?    
উঃ ড. জিন্নাতুন্নেছা তাহমিদা

১৮। জাতিসংঘে নিয়োজিত বাংলাদেশের প্রথম নারী স্থায়ী প্রতিনিধি?    
উঃ ইসমাত জাহান

১৯। বিটিভি’র প্রথম নারী মহাপরিচালক?    
উঃ ফেরদৌস আরা বেগম                    

২০। বাংলাদেশের প্রথম নারী পারাট্রুপার?    
উঃ সেনাবাহিনীর ক্যাপ্টেন জান্নাতুল ফেরদৌস
    
২১। বাংলাদেশের প্রথম নারী সহকারী ট্রেন চালক?    
উঃ সালমা খাতুন

২২। বাংলাদেশের প্রথম নারী নির্বাচন কমিশনার?
উঃ কবিতা খানম

২৩। পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএ প্রথম নির্বাচিত নারী সভাপতি?
উঃ রুবানা হক।

২৪। জাতীয় প্রেসক্লাবের প্রথম নারী সভাপতি?
উঃ ফরিদা ইয়াসমিন।

২৫। বাংলাদেশের প্রথম নারী মেট্রোরেলের চালক?
উঃ মরিয়ম আফিজা।

২৬। বাংলাদেশের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী ও শিক্ষামন্ত্রী?
উঃ দীপু মনি।

২৭। বাংলাদেশের প্রথম নারী মেয়র?
উঃ সেলিনা হায়াৎ আইভী।

২৮। বাংলাদেশের প্রথম নারী অর্থসচিব?
উঃ ফাতিমা ইয়াসমিন।

২৯। বাংলাদেশের প্রথম নারী অভিনেত্রী?
উঃ পূর্ণিমা সেনগুপ্তা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top