মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশিত হয়েছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট www.mowca.gov.bd এ। ০৫ টি শূন্যপদে মোট ৪০ জন যোগ্য লোক নিয়োগ দেওয়া হবো। আবেদন শুরু হয়েছে গত ১৫ অক্টোবর তারিখ হয়ে আবেদন চলবে আগামী ০৪ নভেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত। বাংলাদেশ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের চাকরি করতে আগ্রহী যোগ্যতাসম্পন্ন বাংলাদেশের স্থায়ী বাসিন্দা পুরুষ-মহিলা উভয় প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নিয়োগ ২০২৩
বাংলাদেশের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় (MOWCA) একটি সরকারি সংস্থা/মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়টি ২০ জানুয়ারী ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের অধীনে নারী ও শিশু বিষয়ক সকল সরকারি তথ্য তৈরী এবং দেখাশোনার দায়িত্বে রয়েছে।
এর অধীনস্থ আরও ০৫ টি বিভাগ/সংস্থা রয়েছে। এগুলো নিম্নরূপ-
- মহিলা বিষয়ক অধিদপ্তর
- জাতীয় মহিলা সংস্থা
- বাংলাদেশ শিশু একাডেমী
- জয়িতা ফাউন্ডেশন
- ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তর
সাম্প্রতিক মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ০৩ টি শূনপদ পূরণের লক্ষ্যে একটি চাকরি নোটিশ প্রকাশ করেছে। যেখানে শূন্যপদের সংখ্যাও ০২ টি।
প্রতিষ্ঠানের নাম | মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় (Mohila o Shishu Bishoyok Montronaloy) |
বিজ্ঞপ্তি প্রকাশ | ০৫ অক্টোবর ২০২৩ |
চাকরির ধরন | সরকারি চাকরি / ফুলটাইম |
মোট ক্যাটাগরি | ০৫টি |
মোট পদের সংখ্যা | ৪০ টি |
কর্মস্থল | সকল জেলা |
শিক্ষাগত যোগ্যতা | এসএসসি, এইচএসসি এবং স্নাতক |
বয়স সীমা | কমপক্ষে ১৮ ও সর্বোচ্চ ৩০ বছর |
অফিসিয়াল ওয়েবসাইট | www.mowca.gov.bd |
আবেদন ফি | ১১২ টাকা |
আবেদন মাধ্যম | অনলাইন |
আবেদন শুরু | ১০ অক্টোবর, ২০২৩ |
অনলাইন আবেদনের শেষ তারিখ | ০৪ নভেম্বর, ২০২৩ |
মা ও শিশু বিষয়ক নিয়োগ ২০২৩
আবেদন সংক্রান্ত সকল তথ্য
আগ্রহী প্রার্থীগণ mowca.teletalk.com.bd ওয়েবসাইট Visit করে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা হল ০৪ নভেম্বর ২০২৩ তারিখ বিকাল ০৫ ঘটিকা পর্যন্ত।
অনলাইনে আবেদন করার নিয়ম
১ম ধাপঃ ভিজিট করুন mowca.teletalk.com.bd ওয়েবসাইট।
২য় ধাপঃ তারপর Application Form (Click here to apply online) অপশনে।
৩য় ধাপঃ এ পর্যায়ে বাংলাদেশ মহিলা ও শিশু মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ এ উল্লিখিত সকল পদের নাম স্ক্রিনে দেখতে পাবেন।
যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী আপনার পছন্দের পদ সিলেক্ট করে Next এ ক্লিক করুন।
৪র্থ ধাপঃ তারপর No সিলেক্ট করে Next এ ক্লিক করুন।
বাংলাদেশ মহিলা শিশু মন্ত্রণালয়ের অনলাইন আবেদন ফরম পেয়ে যাবেন।
উক্ত আবেদন ফরমটি নির্ভূলভাবে ফিলআপ করবেন কারণ এই ফরমে দেওয়া তথ্যই পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহার করা হবে।
প্রবেশপত্র ডাউনলোড
প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি mowca.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। প্রবেশ পত্র বিতরণ শুরু হলে (mowca.teletalk.com.bd) ওয়েবসাইট থেকে ডাউনলোড করে A4 কাগজে প্রিন্ট করে নিবেন।
পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য www.mowca.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।
User ID/Password পুনরুদ্ধার করার পদ্ধতি
শুধুমাত্র টেলিটক প্রি-পেইড সিম থেকে প্রার্থীদেরকে নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরন করে স্ব স্ব User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।
User ID জানা থাকলে | PIN Number জানা থাকলে |
APC <স্পেস> Help <স্পেস> User <স্পেস> User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে। | APC<স্পেস> Help <স্পেস> PIN <স্পেস> PIN Number লিখে Send করতে হবে 16222 নম্বরে। |
হেল্পলাইন/যোগাযোগ
হেল্পলাইন নম্বর: | 121 (Teletalk) |
ই-মেইল: | apc.mowca@gmail.com |
অফিসিয়াল ওয়েবসাইট: | www.mowca.gov.bd |
মহিলা ও শিশু মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ এর যাবতীয় আপডেট তথ্য পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন, ধন্যবাদ।