পেট্রোলের দাম – আজকের পেট্রোলের দাম কত ২০২৩: ক্রমশ বৃদ্ধি পাচ্ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম। সেই ধারাবাহিকতায় পেট্টোলিয়াম প্রোডাক্টস অথবা জ্বালানি তেলের দাম যেমন- ডিজেলের দাম, অকটেনের দাম, কেরোসিনের দাম, গ্যাসের দাম, তেলের দাম, সয়াবিনের দাম। বাংলাদেশের জ্বালানি খাতের মধ্যে পেট্ট্রোল প্রত্যেকটি মানুষ প্রতিনিয়ত ব্যবহার করেছে। সকল যানবাহন, মিল, ফ্যাক্টরি এবং মেশিনারিজে সকল ক্ষেত্রে প্রচুর পরিমাণে পেট্রোল অথবা জ্বালানি ব্যবহৃত হচ্ছে।
পেট্রোলের দাম
কিন্তু বর্তমানে পেট্রোলের মূল্য এবং সকল জ্বালানি তেলের দাম প্রায় আকাশচুম্বি। প্রতিনিয়ত মানুষ ইন্টারনেটে সার্চ করছে সঠিক তথ্যের জন্য। তাই আমরা আপনাদের সুবিধার্থে প্রোবাংলা ওয়েবসাইটে প্রতিদিনের পেট্রোলের মুল্য সহ, কেরোসিনের দাম, গ্যাসের দাম, ডিজেলের দাম, অকটেনের দাম, তেলের দাম, সয়াবিনের দাম, 1 লিটার পেট্রোলের দাম কত সম্পর্কে বিস্তারিত আপডেট তথ্য তুলে ধরবো। আজকের বাজারে বাংলাদেশে পেট্রোলের দাম কত নিচের ছক থেকে জেনে নিন:
সর্বশেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২৩
আজকের পেট্রোলের দাম কত
পেট্রোলের পরিমাণ | পেট্রোলের দাম |
১ লিটার | ১২৫ টাকা |
১০ লিটার | ১২৫০ টাকা |
১০০ লিটার | ১২৫০০ টাকা |
১০০০ লিটার | ১২৫০০০ টাকা |
আরও দেখুন: সিলিন্ডার গ্যাসের দাম – এলপিজি গ্যাসের দাম
পেট্রোলিয়াম পণ্যের স্থানীয় বিক্রয় মূল্য
প্রিয় ভিজিটরগণ আশাকরি বাংলাদেশের পেট্রোলের দাম কত তা সুস্পষ্টভাবে জানতে পেরেছেন। এরপরও যদি আপনাদের বুঝতে কোন প্রকার সমস্যা হয়ে থাকে, তাহলে নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।
নং | পণ্যের নাম | স্থানীয় বিক্রয় মূল্য | কার্যকরের তারিখ | ||
১ | ডিজেল | ১০৯.০০ (টাকা/লিটার) | ৩০/০৮/২০২২ | ||
২ | কেরোসিন | ১০৯.০০ (টাকা/লিটার) | ৩০/০৮/২০২২ | ||
৩ | অকটেন | ১৩০.০০ (টাকা/লিটার) | ৩০/০৮/২০২২ | ||
৪ | পেট্রোল | ১২৫.০০ (টাকা/লিটার) | ৩০/০৮/২০২২ | ||
ডিপোর ৪০ কিলোমিটারের ভিতর ভোক্তা পর্যায়ে খুচরা মূল্য | |||||
৫ | ক) জেট এ-১ (চট্টগ্রাম) | স্থানীয় ফ্লাইটের জন্য | আন্তর্জাতিক ফ্লাইটের জন্য | ১৬/১২/২০২২ | |
১২৩.০০ (টাকা/লিটার) | ০.৯৪ (মা.ড/লিটার) | ||||
খ) জেট এ-১ (ঢাকা) | ১২৩.০০ (টাকা/লিটার) | ০.৯৪ (মা.ড/লিটার) | ১৬/১২/২০২২ | ||
৬ | এলপি গ্যাস (১২.৫০ কেজি প্রতি সিলিন্ডার) | ৫৯১.০০/সিলিন্ডার | ১৭/০৫/২০২১ | ||
(বিপিসি’র এলপিজি সিলিন্ডার) | |||||
৭ | এসবিপিএস | ৯৭.০০ (টাকা/লিটার) | ১২/০৮/২০২২ | ||
৮ | এমটিটি | ১১৮.০০ (টাকা/লিটার) | ১৫/০৯/২০২২ | ||
৯ | জেবিও | ১৪০.০০ (টাকা/লিটার) | ১৫/০৯/২০২২ | ||
১০ | এলডিও | ১০৩.০০ (টাকা/লিটার) | ২৪/১১/২০২২ | ||
১১ | ফার্নেস অয়েল | ৮৫.০০ (টাকা/লিটার) | ১৫/০৮/২০২২ | ||
১২ | লাইট মটর স্পিরিট | ১১২.০০ (টাকা/লিটার) | ০১/০৭/২০১৯ | ||
১৩ | এইচএসডি: বাঙ্কার মূল্য | মা.ড ১২০০/মে.টন | ২৭/০৪/২০২২ | ||
(চট্টগ্রাম বন্দর) | |||||
এইচএসডি: বাঙ্কার মূল্য | মা.ড ১২১৫/মে.টন | ২৭/০৪/২০২২ | |||
(মংলা বন্দর) | |||||
১৪ | মেরিন ফুয়েল: বাঙ্কার মূল্য | মা.ড ৮০৪/মে.টন | ২৬/১০/২০২২ | ||
(চট্টগ্রাম বন্দর) | |||||
মেরিন ফুয়েল: বাঙ্কার মূল্য | মা.ড ৮১৪/মে.টন | ২৬/১০/২০২২ | |||
(মংলা বন্দর) | |||||
১৫ | মেরিন ফুয়েল/ফার্নেস অয়েল (০.৫% সালফার) | ১০৮.০০ (টাকা/লিটার) | ২৬/১০/২০২২ | ||
১৬ | বিটুমিন বিক্রয় মূল্য | ৮০/১০০ গ্রেড | ৬০/৭০ গ্রেড | কার্যকরের তারিখ | |
(টাকায়) | (টাকায়) | ||||
ড্রাম বিটুমিন | প্রতি ড্রামের বিক্রয় মূল্য | ১১,০০০.০০ | ১১,৫০০.০০ | ১৬/১২/২০২২ | |
বাল্ক বিটুমিন | প্রতি মে. টনের বিক্রয় মূল্য | ৬৭,৩০০.০০ | ৭০,৬০০.০০ | ১৬/১২/২০২২ |
প্রিয় ভিজিটরগণ, সরকার নির্ধারিত আজকের পেট্রোলের দাম জেনে নিন। কারণ কিছু সংখ্যক অসাধু বিক্রেতা অনেক বেশি দামে সাধারণ মানুষের নিকট বিক্রয় করছে। অন্ততপক্ষে সাধারণ মানুষ আমাদের এ তথ্য প্রদানের মাধ্যমে কিছুটা হলেও পরিত্রাণ পাবে বলে আমরা মনে করছি। তাই এই “পেট্রোলের মূল্য” আর্টিকেলটি সবার সাথে শেয়ার করে সবাইকে সঠিক মূল্যে পেট্রোল ক্রয়ের জন্য সহযোগিতা করুন।