কমিউনিটি ক্লিনিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ঃ কমিউনিটি ক্লিনিক নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কমিউনিটি ক্লিনিকের চাকরির বিজ্ঞপ্তি অনুযায়ী পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারেন আপনিও। অনলাইনে দরখাস্ত পূরণের মাধ্যমে পদগুলোর জন্য আবেদন করা যাবে আগামী ০৯ মে ২০২২ পর্যন্ত সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল।
[lwptoc]কমিউনিটি ক্লিনিক নিয়োগ ২০২২
প্রতিষ্ঠানের নাম | কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট (সিসিএইচএসটি) |
চাকরির ধরন | সরকারি চাকরি |
জেলা | সকল জেলা |
মোট ক্যাটাগরি | ০৫টি |
মোট পদের সংখ্যা | ৮০৮টি |
শিক্ষাগত যোগ্যতা | ৮ম, এসএসসি, এইচএসসি ও স্নাতক |
বয়স সীমা | কমপক্ষে ১৮ ও সর্বোচ্চ ৩০ বছর |
অফিসিয়াল ওয়েবসাইট | www.communityclinic.gov.bd |
আবেদন ফি | ৫০০টাকা |
আবেদন মাধ্যম | টেলিটক অনলাইন |
আবেদন শুরু | ১০ এপ্রিল, ২০২২ |
অনলাইন আবেদনের শেষ তারিখ | ০৯ মে, ২০২২ |
চলমান নিয়োগ আরও নিয়োগ বিজ্ঞপ্তিসমূহঃ
- মালয়েশিয়া রিংগিত রেট বাংলাদেশ | ১ রিংগিত = কত টাকা
- কুয়েত দিনার রেট বাংলাদেশ | ১ দিনার = কত টাকা
- ইউরোপের টাকার রেট | ইউরো টু টাকা
কমিউনিটি ক্লিনিক নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
কমিউনিটি ক্লিনিকের এ নিয়োগে ৫টি ক্যাটাগরিতে মোট ৮০৮টি পদে নিয়োগ দেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এ সেকশনে আমরা বিস্তারিত আলোচনা করা হবে কমিউনিটি ক্লিনিকের নিয়োগ সার্কুলার সম্পর্কে।
কমিউনিটি বেইজড হেল্থ কেয়ার এর লাইন ডাইরেক্টর ডাঃ মাসুম রেজা কবীর স্বাক্ষরিত নিয়োগ বিজ্ঞপ্তিতে কমিউনিটি ক্লিনিকে নিয়োগের তথ্য নিশ্চিত করা হয়েছে।
শূন্যপদ সম্পর্কিত সকল তথ্য
অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর
পদের সংখ্যঃ ০২ টি
শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতাঃ স্নাতক পাশ। কম্পিউটার পরিচালনায় এমএস অফিস প্রোগ্রামসহ ডাটা এন্ট্রি অপারেটর এবং ইন্টারনেটে কাজ করার ২ বছরের অভিজ্ঞতা।
কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি)
পদের সংখ্যঃ ৭৯৭ টি (কম/বেশি)
শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতাঃ উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার পরিচালনায় দক্ষতা সম্পন্ন (এম এস অফিস ও ইন্টারনেট)।
স্টোর কীপার
পদের সংখ্যঃ ০১ টি
শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতাঃ উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার পরিচালনায় এমএস অফিস প্রােগ্রামসহ ডাটা এন্ট্রি অপারেটর এবং ইন্টারনেটে কাজ করার অভিজ্ঞতা।
গাড়ী চালক
পদের সংখ্যঃ ০৫ টি
শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতাঃ অষ্টম শ্রেনী পাশ। বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী ও ভারী যানবাহন চালনায় কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা।
অফিস সহায়ক (এমএলএসএস)
পদের সংখ্যঃ ০৩ টি
শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতাঃ অষ্টম শ্রেনী পাশ। দক্ষ ও সুস্বাস্থ্য এর অধিকারী হতে হবে।
আরো দেখুন:
- মালয়েশিয়া রিংগিত রেট বাংলাদেশ | ১ রিংগিত = কত টাকা
- কুয়েত দিনার রেট বাংলাদেশ | ১ দিনার = কত টাকা
- ইউরোপের টাকার রেট | ইউরো টু টাকা
- ইতালি ইউরো রেট বাংলাদেশ | ইতালিয়ান ১ ইউরো = কত টাকা
আবেদন সংক্রান্ত সকল তথ্য
কমিউনিটি ক্লিনিক চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ অনুযায়ী আবেদন সংক্রান্ত সকল বিষয়ে এই সেকশনের নিম্নে আলোচনা করা হয়েছে।
আবেদনের সময়সীমা
Online-এ আবেদনপত্র পূরণ ও জমাদান শুরু | ১০ এপ্রিল ২০২২ তারিখ সকাল ১০.০০ টা |
Online-এ আবেদনপত্র জমাদানের শেষ সময় | ০৯ মে ২০২২ তারিখ বিকাল ০৫.০০ টা। |
অনলাইনে আবেদন করার নিয়ম
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কমিউনিটি ক্লিনিক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহনে ইছুক প্রার্থীগণ cbhc.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে Online এ Apply করতে হবে। নিচে Apply করার পদ্ধতি সম্পর্কে বিস্তারিতভাবে তুলে ধরা হলো।
ধাপ-১ঃ cbhc.teletalk.com.bd ওয়েবসাইট ওপেন করুন।
ধাপ-২ঃ কমিউনিটি ক্লিনিকের নির্ধারিত ওয়েবসােইট ওপেন হবে তারপর (আবেদন পত্র- অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন) এ অপশনে ক্লিক করুন।
ধাপ-৩ঃ এই ধাপে আপনার কম্পিউটার বা মোবাইলের স্ক্রিনে কমিউনিটি ক্লিনিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২-এ উল্লিখিত পদের লিস্ট দেখতে পাবেন। আপনার পছন্দের পদটি Select করে “Next”-এ ক্লিক করুন।
উল্লেখ্য যে, এই ফরমের বাংলা অংশে বাংলায় এবং ইংরেজি অংশে ইংরেজিতে ফিলআপ করুন।
ধাপ-৪ঃ পূরণ করে যাচাই করত: Online এ Submit করুন।
অনলাইনে আবেদনপত্রে পুরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
আবেদন ফি জমাদান পদ্ধতি
নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk Pre-paid Mobile নম্বরের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে। আবেদন ফি হল ৫০০/- টাকা।
• ১ম SMS: CBHC <স্পেস> User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
• ২য় SMS: CBHC <স্পেস> Yes <স্পেস> PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।
কমিউনিটি ক্লিনিক নিয়োগ বিজ্ঞপ্তি 2022
নিয়োগ পরীক্ষার তারিখ ও প্রবেশপত্র ডাউনলোড
কমিউনিটি ক্লিনিক নিয়োগ পরীক্ষার সময়সূচী ও প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত যাবতীয় তথ্য cbhc.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে দেওয়া হবে।
উক্ত মোবাইল নম্বরটি সার্বক্ষনিক সচল রাখা, এসএমএস পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষনিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয।
এসএমএস এ আসা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোড করে রঙিন প্রিন্ট করে নিতে হবে। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সমযে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।
পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য www.communityclinik.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।
User ID/Password পুনরুদ্ধার করার পদ্ধতি
শুধুমাত্র টেলিটক প্রি-পেইড সিম থেকে আবেদনকারীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরন করে স্ব স্ব User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।
User ID জানা থাকলে | PIN Number জানা থাকলে |
CBHC <স্পেস> Help <স্পেস> User <স্পেস> User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে। | CBHC <স্পেস> Help <স্পেস> PIN <স্পেস> PIN Number লিখে Send করতে হবে 16222 নম্বরে। |
হেল্পলাইন/যোগাযোগ
স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের এ নিয়োগ বিজ্ঞপ্তিতে অনলাইন আবেদন করতে কোন সমস্যা হলে Mail করবেন: vas.query@teletalk.com.bd
বিঃদ্রঃ আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের আবেদন করার পূর্বে কমিউনিটি ক্লিনিক নিয়োগ বিজ্ঞপ্তি ভাল করে এবং যত্ন সহকারে পড়ে নিতে পরামর্শ দেওয়া যাচ্ছে।